নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবোনা ভুলিতে।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে
বাতাস হইয়া জড়াইব কেশ
বাতাস হইয়া জড়াইব কেশ
বেণী যাবে যবে খুলিতে
আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন
তোমার বক্ষে দুলিতে
আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে

আসিবে তোমার পরমোৎসব
কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী
পায়নি ভিক্ষা এখানে

তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে
দেখিবে কে যেন মরে মিশে আছে
তোমার পথের ধুলিতে
আমারে দেবোনা ভুলিতে

আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিত।

আমি তেমন একটা গান/কবিতা বা সাহিত্যিক কোন বিষয় ব্লগে শেয়ার করি না।
কবি নজরুল ইসলামের রচিত একটি অনেক প্রিয় গানটি আজ শেয়ার না করে পারলাম না।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


ভাবছিলাম আপনি লিখেছেন

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমার কি আর সেই প্রতিভা আছে!!

২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ তো লিরিকটা! গানটা শুনতে হবে।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যত শুনি আরও শুনতে ইচ্ছা করে।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

সাবলীল মনির বলেছেন: অামার খুব প্রিয় একটি গান ।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অনেক চমৎকার একটা গান। ৯৯% অনুভূতিমিশ্রিত।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজী নজরুল ইসলামের সবচেয়ে কষ্টের গানগুলোর একটি, পরতে পরতে অভিমান মিশ্রিত । অামারও খুব পছন্দের একটা গান ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! একটা নজরুল সংগীত!

ব্রজগোপী খেলে হরি.. খেলিছ এ বিশ্ব লয়ে... আলগা করগো খোপার বাঁধন...এগুলো বেশ লাগে! বারবার শুনেও মনে হয় যেন নতুন!

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সিকদারভাই বলেছেন: এই কিগো শেষ দান ?
বিরহ দিয়ে গেলে, এই কিগো শেষ দান
মোর আরও কথা ছিল বাকি---,
আরও প্রেম আরও গান |
এই কিগো শেষ দান ?
ক্ষণিকের মালাখানি তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান |
এই কিগো শেষ দান ?
যে পথে গিয়াছ তুমি, আজ সেই পথে হায়
আমার ভুবন হতে বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি, প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া ওঠে , হৃদয়ের অভিমান |
এই কিগো শেষ দান ?
নজরুল সংগীত!
https://www.youtube.com/watch?v=Qd55u6epMAk

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নজরুলের বিরহের গানগুলো অসম্ভব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.