নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

শোক ভুলতে হোলির আদলে রঙ উৎসব!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৫

মানুষের মনে এতো রঙ্গ আসে কি ভাবে ক্ষুদ্র মগজে আসেনা।
আজ পর্যন্ত প্রেম, ভালোবাসা বা ছ্যাঁক খাওয়ার যত ঘটনা
আছে সব বাংলাদেশ ক্রিকেট টিম কে নিয়ে। গত রাত্রে বলতে
গেলে শোকে পুরাই পাথর হয়ে গিয়েছিলাম।

ফেসবুকের সর্বত্র দেখলাম শোকের মাতম চলছিলো।

এই শোক আরও বাড়িয়ে দিয়ে ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে তনুর
হত্যার ঘটনা। এমনকি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার
বিচার চেয়ে রাস্তায় নামবার জন্য ইনভাইট করা অনেকগুলো ইভেন্ট চোখে
পরেছিল। সম্ভাবত সবাই লোক দেখানো শোকে কাতর ছিল।

আজ ভার্সিটিতে গিয়েই শুনি সকালের ক্লাস হচ্ছে না বরং
একটা সেমিনার হচ্ছে যেখানে সবাইকে যেতে বলা হয়েছে।
কিছু সময় ল্যাবে থেকে চিন্তা করলাম বাসায় চলে যাই যেহেতু
পরবর্তী ক্লাস শুরু হতে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিটের গ্যাপ ছিল।
কিন্তু খবর পেলাম হোলির আদলে ক্যাম্পাসের সামনে রঙ উৎসব
শুরু হয়ে গিয়েছে। সুতরাং একবার সামনে পড়লে আর রক্ষা নাই।
যদিও বিষয়টি আমার কাছে অত্তান্ত পছন্দের নয়। কিন্তু সমস্যা
হল কে শুনবে কার কথা, এই রঙ উৎসবে তাহাদের শ্লোগান বাদ
যাবেনা কেউ.।। সুতরাং এই আবীরের ছোঁয়া থেকে রক্ষা পেতে
আড়াই ঘণ্টা সময় এক প্রকার পালিয়ে ছিলাম লাইব্রেরী, ক্যান্টিন
আর ল্যাবে।

অনেকেই একটি কোটেশন দিচ্ছে, "ধর্ম যার যার উৎসব সবার"।
আমি কোন তর্ক বা বিতর্কে জড়াতে চাই না অথবা হোলি রঙ
উৎসব হালাল না হারাম এসব ফতোয়া দিতেও আগ্রহী নই। কিন্তু
আমার একটি অনুরোধ দয়া করে কারও ওপর জোর করে কিছু
চাপিয়ে দেওয়া যা তার হয়ত অপছন্দের এটা ঠিক কি!
একবারের জন্য হলেও ভেবে দেখবেন।

আপনি হয়ত অনেক উৎসবের ভেতর আছেন অথচ অন্য কেউ হয়ত
তীব্র মনোবেদনায় আছে। আজ একটি বন্ধুকে দেখলাম রঙ মেখে তার
অবস্থা পুরাই সং সাজার মতন হয়েছে, বন্ধুটি দুঃখ করে বলছিল আজ
ভার্সিটি থেকে সে তার মামা বাসায় যাবার কথা কিন্তু এই অবস্থায়
কিভাবে সে সেখানে যাবে! বিষয়টি কি তার জন্য অপ্রীতিকর ছিল না!
সুতরাং আপনারদের আনন্দঘন মুহূর্তে অন্য আর একজন যিনি আসলে
আপনাদের সাথে তার কষ্টও হয়ত শেয়ার করতে পারছে না কিন্তু
তাকে জড়ানো খব একটা শোভনীয় নয় বলেই মনে করি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: দোষ কার?

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সবাই নির্দোষ!

২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৪

মৃত মানব বলেছেন: ছবিটা সরিয়ে ফেলুন প্লিজ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কোন ছবিটি? আবীরের হোলির নাকি রক্তের হোলির?

৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: তাহলে এই দিলেন কেন?

৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই কি ন্যাক্রোফিলিয়াক না মানসিক ভাবে পাগল?

প্রথমত দ্বিতীয় ছবিটা তনুর না, তনুর ছবি রাস্তার পাশে পাওয়া গেছে। (তার মানে আপনি নিউজটাই ঠিক করে পড়েননি)

দ্বিতীয়ত যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি জানেন একটা মৃত লাশের ছবি এভাবে পাবলিক দেয়াটা কতটা অন্যায়। ধরে নেন আল্লাহ না করুক ঐ ছবিটা আপনার মা বা ছোট বোন বা আপনার ছোট মেয়ে হতো এবং তার ধর্ষনের পর মৃত লাশের ছবিআমি এভাবে পাবলিকলি দিলাম, তখন কেমন লাগবে?

আশা করি সুস্থতার জন্য ডাক্তারের স্মরনাপন্ন হবেন

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আপনার উপদেশ পালন করে ছবিটি সরিয়ে নিলাম। কিন্তু এর থেকেও বীভৎস ছবির সাক্ষী কি আমরা নই? আর এসব ছবিই ভবিষ্যতে সাক্ষ্য দিবে বর্তমানের বর্বরতার।

৫| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: কে কি জন্ম দিবে সেটা দিয়ে তো আপনার কাজ নেই। আপনি কি করতেছেন সেটাই তো মূখ্য। আর কে কি করতেছে সেটা বিচার করে যদি নিজের কাজের জাস্টিফিকেশন দেন তাহলে তনুর ধর্ষকদের সাথে আপনার খুব একটা পার্থক্য নেই, পার্থক্য যেটা আছে সেটা হলো সুযোগের অভাবে সৎ!

ভালো থাকবেন!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এমনটা তো হতেই পারে যে আপনারা চাচ্ছেন ঘটনাটি যেন আড়াল থাকে। কেউ বিষয়টি নিয়ে পতিবাদ না করে! আর ছবি ও লেখালেখি এসব বন্ধ করা গেলে তো আর এভিডেন্স থাকবে না, বিষয়টি ধামাচাপা দিতে সহজ হবে। আর ভবিষ্যতে বিচারেরও প্রয়োজন হবে না। নতুন উদ্যমে আরও বেশি করে এসব অপকর্ম করবার সুযোগ পাবে! ভালতো ভাল না। ডবল স্ট্যান্ড।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: হাস্যকর যুক্তি বোধ হয় আয়োডিনের অভাবে ভোগা মানুষেরাই বলে। আর তাই আসল ছবির না দিতে বলে যেটা ভূয়া এবং ইথিক্যালি বেঠিক সেটা বললাম দেখে আমি ধর্ষকের পক্ষে?

ভাই, আপনি সত্যি ন্যাক্রোফিলিয়াক মানুষ!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই সিরিয়াস বিষয়টি নিয়ে অহেতুক তর্ক করতে আগ্রহী নই। আর ঠাকুর ঘরে কে? প্রশ্নের উত্তর, "আমি কলা খাইনাই" দিলে বলবার কিছুই নাই। বাকিটা আপনার মতন বুদ্ধিমান মানুষের ধারন ক্ষমতার বাহিরে হবে বলে মনে করি না।

৭| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৬

রেজা এম বলেছেন: f***king things

৮| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭

কালীদাস বলেছেন:
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।

বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য...অসাধারণ...

পড়তে পড়তে চোখে পানি এসে গেল। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক...

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.