নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
কিছুদিন পূর্বে বাইরের কোন একটি দেশে বিক্রেতাহীন দোকান দেখেছিলাম।
কিন্তু এবার জানতে পারলাম আমাদের দেশেও এটি সম্ভব তাও আবার
কোন ধরনের সিসি ক্যামেরা বা পর্যাবেক্ষনের ব্যাবস্থা না বসিয়েই!
দোকানটি কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে।"ভিন্নরকম দোকান" নামের
এই দোকানের মালিক হামিদুর রহমান ওরফে শিপন।
দোকানের ভেতর থরে থরে সাজানো আছে লুঙ্গি, গামছা, তোয়ালে ও রুমাল।
আছে প্রতিটি পণ্যের গায়ে দাম লেখা ট্যাগ। পণ্য কেনার পর ক্রেতারা যাতে
নির্দিষ্ট দাম দিতে পারেন, এ জন্য রাখা আছে একটি ক্যাশবাক্সও।
হামিদুর রহমান বলেন, ‘মানুষকে বিশ্বাস করি। তাঁদের বিশ্বাসের ওপর
দোকান করেছি। সাত মাসে এভাবেই দোকান চলছে। দোকানের জিনিস
কোনো দিন চুরি হয়নি। কোনোদিনও হিসাবে টাকা কম পড়েনি।’
কখনো যদি কুষ্টিয়ায় যাই অবশ্যই ভিন্নরকম দোকানের ক্রেতা হব।
ভাল লাগলো এখনো বিশ্বাস বলে কিছু অবশিষ্ট আছে।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭
আল-শাহ্রিয়ার বলেছেন: অনেক ভাল লেগেছে। চমৎকার উদ্যোগ।
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এরকম সবাই হওয়ার চেষ্টা করি না কেন?
৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯
আল-শাহ্রিয়ার বলেছেন: সত্যি যদি আমাদের সবাই এই মানুসিকতা দেখাতে সক্ষম হই তবে চুরি ডাকাতি আমাদের সমাজ থেকে বিদায় নিবে।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: দারুণ তো !
৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই সুন্দর আইডিয়া
৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
জিয়ানা বলেছেন: বাহ! শুনে একটু অবাক হলাম কিন্তূু তার সাথে ভালও লাগলো। এরকম বিশ্বাস যদি সর্বত্র থাকতো!
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: প্রথম আলোতে খবরটা দেখে বেশ অবাক হয়েছি।