নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আমি মুসলিম বিরোধী নই: ট্রাম্প
এতো বিনোদন কই রাখি এই তো সেদিন দিল্লীতে একটি গোষ্ঠী ট্রাম্পের জন্য
পুজা অর্চনা করছিল এই ভেবে যে ট্রাম্প জিতলে অ্যামেরিকা থেকে মুসলিমদের
উচ্ছেদ করবে ট্রাম্প!
যদিও এতদিন পর্যন্ত ট্রাম্প নিজেও সেই কথায় বলছিল বারবার। মুসলিম অনুপ্রবেশ
বন্ধ করা তার নির্বাচনী একটি এজেন্ডাই ছিল! তার সমাবেশে মুসলিম নারীরে বের
করে দেবার ঘটনাও ঘটেছে।
অতঃপর ইংল্যান্ডে যখন সাদিক খান ক্ষমতায় এতো সাথে সাথেই ট্রাম্প তার কথার
ধরন পরিবর্তন করতে লাগলো! যদিও সাদিক খান সরাসরি হিলারির পক্ষে নির্বাচনে
সহায়তা করবেন বলে মন্তব্য করেছেন। প্রথমে ট্রাম্প বলল সাদিক খানকে অ্যামেরিকা
সফরে তিনি বাঁধা দিবেন না। আর এখন তিনি বললেন তিনি নাকি মুসলিম বিরোধী নন!
সত্যি সেলুকাস। তবে আমার ধারনা অ্যামেরিকাতে এইবার ট্রাম্প ক্ষমতায় আসবেন,
তবে তিনি ওবামার থেকে ভাল না খারাপ হবেন সেটা ক্ষমতার পালাবদলের
পরই বোঝা যাবে।
১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
আল-শাহ্রিয়ার বলেছেন: অসম্ভব কিছু নয়
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এরা হচ্ছে ভারতের বিজিপির মৌলবাদি সন্ত্রাসী চক্রের হাস্যকর কমকান্ড । আগামী ১০০ বছর পর ভারত আর আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে মুসলমান লিখে রাখুন এ কথা । বৃটিনে তো তা শুরু হয়ে গেছে ।