নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বাংলাদেশের ভেতর দিয়ে গেলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব হবে
৬৪০ কিলোমিটার। এই দীর্ঘ পথে প্রতি টন পণ্য পরিবহণে ভারত দিবে
মাত্র ১৯২ টাকা । মনে রাখবেন, ১ টন = ১০০০ কেজি ।
অর্থাৎ, ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য প্রতি কেজি ভারতীয়
পণ্য দিবে ২০ পয়সারও কম ।
দেশের নানা সেতুর টোল বাবদ বাংলাদেশের মানুষকে কত টাকা দিতে হয়,
আসুন দেখি ।
১। যমুনা সেতু
মোটরসাইকেলে ৫০ টাকা, প্রাইভেট গাড়ি ৫০০ টাকা, মিনিবাস ৬৫০ টাকা,
বড় বাস ৯০০ টাকা, মিডিয়াম ট্রাক এক হাজার টাকা ও বড় বাসে ১৪০০
টাকা । যমুনা সেতুর দৈর্ঘ্য মাত্র ৪.৮ কিমি ।
২। বুড়িগঙ্গা সেতু
ট্রাকের জন্য ৬০০ টাকা। বাসের টোল ২৭০ টাকা। মাইক্রোবাসের টোল ১২০
টাকা আর প্রাইভেট কারের ক্ষেত্রে ৭৫ টাকা।
৩। খুলনার খানজাহান আলী (রূপসা) সেতু
ট্রাকপ্রতি ৭৫০ টাকা। বাসের টোল ৩৪০ টাকা।
৪। মেঘনা-গোমতী সেতু
ট্রাকপ্রতি ১৫০০ টাকা । মাঝারি ট্রাকে ৭৫০ টাকা । মিনিবাসের টোল ৩৮০ টাকা।
মাইক্রোবাসের টোল ৩০০ টাকা। প্রাইভেট কারের টোল ১৮০ টাকা।
৫। ভৈরব সেতু
বড় ট্রাকপ্রতি ৭৫০ টাকা, মাঝারি ট্রাকপ্রতি ৩৭৫ টাকা। ছোট ট্রাকের ক্ষেত্রে ২৮৫,
বড় বাসের ক্ষেত্রে ৩৪০, মিনিবাসের টোল ১৯০ টাকা এবং মাইক্রোবাসের টোল ১৫০ টাকা।
৬। শাহ আমানত সেতু
বড় ট্রাকে নেওয়া হবে ৬৩০ টাকা ও মাঝারি ট্রাকে ৩০০ টাকা। ছোট ট্রাকের টোল ২২৫, বড়
বাসে ২৭০ টাকা, মিনিবাসে ১৫০ টাকা, মাইক্রোবাসে ১২০ টাকা এবং প্রাইভেট কারের
ক্ষেত্রে ৭৫ টাকায়।
৭। লালন শাহ সেতু
সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৮ কিলোমিটার বড় ট্রাকে ৭৫০ টাকা। বাসের টোল ৩৪০ টাকা।
বাংলাদেশীরা মুক্তিযুদ্ধ করেছিল! আর ইন্ডিয়ানরা মুক্তি যুদ্ধে সাহায্য করেছিল!!!
খয়রাতি জাতিকে ভিক্ষা দিচ্ছে এটাই তো বড়!!
এখন দেখছি বারো হাত কাঁকুড়ের তেরহাত বিচি!!
২৯ শে মে, ২০১৬ রাত ২:৩৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সেই সুযোগও কি আর আমাদের হাতে আছে?
২| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৩২
ঢাকাবাসী বলেছেন: এক উপদেষ্টা নাকি কবে বলছিলেন ওদের (ভারত) কাছ থেকে টাকা চাওয়াটাই অভদ্রতা!
০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৪
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই! ভিক্ষা চাওয়া টা তো লজ্জার ই!
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: যা মন চায় করবে, আমরা ঘনশ্যামরা তো ৫বছরে মাত্র একদিনের রাজা।। তাও সুযোগ পেলে।।