নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
সম্প্রতি তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হবার পর ফ্রান্স সরকার তুর্কি গণতান্ত্রিক
সরকারের প্রতি তাদের সমর্থন না জানিয়ে বরং অভ্যুত্থানে জড়িতদের রক্ষা
করতে প্রচেষ্টা চালাচ্ছে!!
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ‘জন মার্ক এরো’ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব
এরদোগানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টাকে
যেন দেশটির সরকার বিরোধীদের দমনের কাজে ‘সাদা চেক’ হিসেবে ব্যবহার
করা না হয়।
গতকাল তিনি বলেছিলেন, সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের
প্রেসিডেন্টের উচিৎ হবে না সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালানো। ফরাসি
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, বিরোধীদের দমন কিংবা সেনাবাহিনীতে ব্যাপক
শুদ্ধি অভিযান চালানোর পরিবর্তে আঙ্কারার উচিৎ দায়েশ বিরোধী যুদ্ধে
তাদের অবস্থান স্পষ্ট করা।
জন মার্ক বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা
দায়েশকে মোকাবেলায় তুরস্কের ওপর আস্থা রাখা যায় না। ফরাসি
পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেছেন, দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলায় তুরস্কের
আন্তরিকতা নিয়ে সব সময়ই সন্দেহ ছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক দিক
দিয়ে তুরস্কের প্রতি আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং অন্যদিকে বহু সন্দেহ ও সংশয়
সৃষ্টি হয়েছে।
বিষয় হল তুরস্ক প্রথম থেকেই অ্যামেরিকা, ফ্রান্স,সৌদিদের সাথে কাধে কাধ
রেখে আসাদ সরকারের বিরোধীদের সহায়তা করে এসেছে। আসাদ সরকার ১ম
থেকেই বলে এসেছে সশস্র সরকার বিরোধীরা জঙ্গি আল-কায়েদা। তখন অনেকেই
বিষয়টি নিয়ে ঘোরের মধ্যে ছিল। হয়ত বাসার আল আসাদ নিজের গোদি রক্ষা
করতেই বিরোধীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আসাদ সরকারের
কথাই যে ঠিক ছিল তা সারা বিশ্ব স্বীকার করে নিবে।
কিছুদিন আগেই এরদোগান সরকার সিরিয়া সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার
উদ্যোগ নিয়েছে। এমনকি পুতিনের কাছে ক্ষমা চেয়ে রাশিয়ার সাথে পুরনো সুসম্পর্ক
ফিরিয়ে এনেছে আর এই সময়ই এই বার্থ ক্যু'য়ের ঘটনা ঘটলো!!
অতঃপর ফ্রান্স বকতে শুরু করেছে, অ্যামেরিকা ক্ষুব্ধ হয়েছে, আর সৌদি এখনো ঘোর
কাটিয়ে উঠতে পারে নাই!!!
১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জটিল সমীকরণ ! জটিল রাজনৈতিক স্বার্থে - বিপন্ন পৃথিবী...