নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

কল্যাণপুরে জঙ্গি অভিযান ও সন্দেহ তত্ত্ব!!

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে
নয় জঙ্গি নিহতের খবর আমাদের সকলেরই জানা৷অবশ্যই আমাদের নিরাপত্তা
বাহিনীর এটি অন্যতম একটি সফল অভিযান। হয়ত অভিযানে দেরী হলে অনেক
নিরীহ প্রান ঝড়ে যেতে পারত। কিন্তু কিছু বিষয় নিয়ে সন্দেহ কাটছেই না যেন।

আজ নিহত জঙ্গিদের মেডিকেল রিপোর্টে যা জানতে পেরেছি তাদের প্রত্যেকে
পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে!!
লিঙ্ক

স্বাভাবিক ভাবেই গুলিবিনিময় হলে অথবা বন্দুক যুদ্ধ হলে, দুই পক্ষ গুলি
চালালে গুলি সামনে থেকে লাগবার কথা।

এখন পর্যন্ত যে তিন ‘জঙ্গির’ পরিচয় পাওয়া গেছে তাদের একজন হলেন
সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর
ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের বন্ধু ছিলেন অর্ক। তাঁর
বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর
বাড়িতে তাঁর পরিবারের বাস।
আবারো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়!!! বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি একটি স্বীকৃত
জঙ্গি প্রতিষ্ঠানে পরিনিত হয়েছে। তারপরও কেন এদের বিরুদ্ধে বাবস্থা নেওয়া
হচ্ছে না??

নিহত জঙ্গি আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক
কনিক। বাবার নাম আজিজুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরুল
ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় কোনো
জিডি করেনি। ৬ মাস ধরে নিখোঁজ অথচ পরিবার জিডি করেনাই!!! রহস্যজনক
নয় কি?? যাই হক গণমাধ্যমে এসেছে সাব্বিরুল হক কনিক জঙ্গি বা উগ্রবাদী
সংগঠনের সাথে জড়িত বিষয়টি জেনেই নাকি তার পরিবার লোক লজ্জার ভয়ে
জিডি করে নাই!! বিষয়টি কতটা যুক্তি সঙ্গত!! বরং পরিবারের কি উচিৎ ছিল না
থানায় তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ করা পুলিশকে জানানো?? নাকি তার
পরিবারই তাদের ছেলেকে এই পথে নামিয়েছে??

নিহত অপর ‘জঙ্গির’ নাম জুবায়ের হাসান (২০)। তিনি নোয়াখালী সরকারি
কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম আবদুল
কাইয়ুম। তিনি নোয়াখালীতে আল-আমিন বিস্কুট কারখানার ভ্যানচালক। দুই মাস
আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে নোয়াখালীর
সুধারামপুর থানায় গত ২৫ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আচ্ছা এই জঙ্গি জুবায়ের হাসানের নাম কি র্যাবের নিখোঁজ তালিকায় ছিল??
বিষয়টি কিন্তু তারা এখনো পরিষ্কার করেনাই।

কেউ নিখোঁজ হলে অপহৃত হলে অথবা হারিয়ে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারি
বাহিনীর কাজ হল তাকে দ্রুত উদ্ধার করা। আমাদের পুলিশ বাহিনীর এক্ষেত্রে
তৎপরতা তেমন একটা চোখে পরে না। এমনকি হতে পারে অপহরণকারিদের
সাথে তাদের একটি অংশও জড়িত!! অন্তও কর্তব্য অবহেলার দ্বায় কোনভাবেই
তারা এড়িয়ে যেতে পারে না।

‘আল্লাহু আকবর’ ধ্বনি কয়জন দিয়েছিল?
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে মধ্যরাতে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে
ঘটনাস্থল প্রকম্পিত করে তোলা হয়েছিল৷ শব্দের ব্যাপকতায় কমপক্ষে বিশ থেকে
২৫ জন একসঙ্গে এরকম শব্দ করেছে বলে মনে করছেন তারা৷ সেটা যদি হয়,
নিহতের সংখ্যা শুধু নয়জন কেন? তাদের সহযোগী আরো কেউ কি ছিল যাদের
ধরা যায়নি?

আরও অনেক বিষয়ই আলোচনা করলে চলে আসবে কিন্তু এভাবে আর কত দিন
চলবে?? বরং যেই একজন জঙ্গি জীবিত ধরা পড়েছে তার কাছ থেকে সঠিক তথ্য
উদ্ধার করে জঙ্গি দমনে চূড়ান্ত সফলতা অর্জন করুক আমাদের আইন প্রয়োগকারি
বাহিনী সেই কামনা করেই লেখা শেষ করছি।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:




যেভাবে কথা বলছেন, আপনি খুঁত খুজতেছেন পুলিশের, সন্ত্রাসীদের না; মনে হয়, ওদের ছোটখাট সাপোর্টার?

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনাদের মতন সন্ত্রাসীদের পক্ষের সাপোর্টার আছে বলেই এই জঙ্গিরা এখনও আমাদের দেশের মাটিতে বসবাস করছে।

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:





ঠাকুর ঘরে কেরে?

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হাসি পেল !! তবে মনে রাখবেন যেখানেই অস্বচ্ছতা সেখানেই অন্যায়।

৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

নিরাপদ দেশ চাই বলেছেন: যে ডাক্তার এই তথ্য দিয়েছ্র তিনি কতদিন বেচে থাকেন তাই দেখেন!

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপেক্ষায় আছি!!

৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের জংগীরা হলো মানসিক রোগী, পুলিশের জন্য পান্তাভাত; আর পুলিশ সবকিছু থেকেই লাভবান হতে চায়; পুলিশেরা জংগীদের পরিবার থেকে বড় বড় অংকের টাকা আদায় করবে; ইডিয়টগুলো মরে, পরিবারগুলোকে বিপদে ফেলে যাচ্ছে।

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কথা মিথ্যা নয়। কুলঙ্গার গুল মরে আর ১০০ জনের ক্ষতি করে ছাড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.