নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
"আমরা কোনদিন শুনিনা পাকিস্তান সীমান্তে ভারত গুলি করেছে নিরীহ কোন পাকিস্তানী নাগরিককে।
১৮ জন সৈন্যকে মেরে ফেরার পরও কেবল হম্বিতম্বি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার
মুরোদ নেই। অথচ সীমান্তে 'বন্ধু' রাষ্ট্র বাংলাদেশের নাগরিককে দেখলেই তাদের 'বীরবাহিনীর' গুলি!
আমার স্ত্রী কাল অবাক হয়ে প্রশ্ন করে ভারত কেন গুলি করে শুধু বাংলাদেশের মানুষকে? আমি বললাম,
নিশ্চয়ই কুত্তা-বিড়াল ভাবে আমাদের, জানে হাজারে হাজারে মেরে ফেললেও এদের সরকারের কিছুই
আসে যায় না। জানে এটাই একমাত্র দেশ যেখানে সুশীর সমাজ আসলে নেড়ি কুকুর জাতীয় কিছু।
দিনে রাত জুতার বাড়ি মেরে একটু উচ্ছিষ্ট (সামান্য ব্যবসা, পদক, পুরস্কার বা বিনা পয়সায় ভারত ভ্রমন)
ছুড়ে ফেললেই এ'জাতির বিবেকরা জিহবা বের করে চাটতে থাকে তাদের!
অথচ এই জাতিই একদিন বর্বর পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল! প্রশ্ন হচ্ছে
বিবেক-প্রজাতিরা কি আসলেই তখন যুদ্ধ করেছিল, নাকি সত্যিই কেবল আমোদ-প্রমোদে ব্যস্ত ছিল?
যুদ্ধ করলে কখনো এমন নেড়ি কুকুর হওয়া কি সম্ভব?"
ভাবতেও অবাক লাগে বাংলাদেশে জন্মে এরা ভারতের পক্ষে দালালী করে! কাটাতাঁরের বেড়ায় নিথর
হয়ে ঝুলে থাকা ফেলানির লাশ এদের বিবেককে এতটুকু দংশন করে না। ভারতীয় কোম্পানির স্বার্থ রক্ষার্থে
দেশের অমূল্য সম্পদ সুন্দরবনকে বিপর্যয়ের মুখে তুলে দিতে এদের মধ্যে এতটুকু অপরাধবোধ কাজ করে না।
এ জন্যই মীরজাফররা যুগে যুগে এদেশের মাটিতে জন্মনিচ্ছে বেড়ে উঠছে আর দেশ জনগনের সাথে বেঈমানি
করছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবতেও অবাক লাগে বাংলাদেশে জন্মে এরা ভারতের পক্ষে দালালী করে! কাটাতাঁরের বেড়ায় নিথর
হয়ে ঝুলে থাকা ফেলানির লাশ এদের বিবেককে এতটুকু দংশন করে না। ভারতীয় কোম্পানির স্বার্থ রক্ষার্থে
দেশের অমূল্য সম্পদ সুন্দরবনকে বিপর্যয়ের মুখে তুলে দিতে এদের মধ্যে এতটুকু অপরাধবোধ কাজ করে না।
এ জন্যই মীরজাফররা যুগে যুগে এদেশের মাটিতে জন্মনিচ্ছে বেড়ে উঠছে আর দেশ জনগনের সাথে বেঈমানি
করছে।
+++