নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
শত্রু রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে চীনের সখ্যর কথা সর্বজনবিদিত। রাজা মহেন্দ্র পাকশের হাত ধরে তামিল বিদ্রোহী দমনে সাহায্য করে কলম্বোর সঙ্গেও সখ্য বাড়িয়েছে বেইজিং। ভারতের উদ্বেগ আরো বাড়াতে এবার ভারতের এক সময়ের বন্ধুদেশ নেপালের দিকে নজর দিয়েছে চীন।
এই প্রথম নেপালের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনা সেনাবাহিনীর "পিপলস লিবারেশন আর্মির" একটি দল ইতিমধ্যেই নেপালের রাজধানী কাঠমাণ্ডু পৌঁছে গেছে।‘সাগরমাথা ফ্রেন্ডশিপ, ২০১৭’ নামে ওই যৌথ সামরিক মহড়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। নেপালের সেনা মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলা দমন করার প্রয়োজনেই এই সেনা মহড়া।
নেপালের মাটিতে চীনা বাহিনীর পদার্পনে স্বভাবতই চাপ বেড়েছে নয়াদিল্লির। কারণ কাঠমাণ্ডুর সঙ্গে নয়াদিল্লির পুরানো সখ্য থাকলেও, এখন বেইজিং তাতে ভাগ বসাচ্ছে। আমদানির জন্য কিছুদিন আগ পর্যন্ত ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল নেপাল। কিন্তু ভারতের অবরোধে যখন নেপালের করুন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল চীন। আর এখন সেই সখ্য আরো বেড়ে
সামরিক সহযোগিতায় রুপ নিয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০
আল-শাহ্রিয়ার বলেছেন: চীন কোন দেশকে আক্রমণ করেনাই যা ভারত করেছে
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারত চলে ডালে ডালে, চীন চলে পাতায় পাতায়।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ল্যান্ড লকড! নেপালের নেতৃত্বের সাহস আর দেশপ্রেম যদি বালাদেশের বর্তমান নেতৃত্বের চেতনায় থাকত!!!!!
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮
আল-শাহ্রিয়ার বলেছেন: নেপাল পেরেছে কারন তারা চেয়েছে ভারতের ভয়ংকর থাবার থেকে মুক্ত থাকতে ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫
কানিজ ফাতেমা বলেছেন: নেপাল যা করেছে তাতে আমাদের শেখার আছে অনেক কিছু ।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
এম এম রহমান টিয়া বলেছেন: এটা ভারতের প্রাপ্য । অবরোধ আরোপ এর ফল ।
এক হিন্দু দেশ আরেক হিন্দু দেশের বিরুদ্ধে ।বাহ বাহ
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই!!
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
টারজান০০০০৭ বলেছেন: প্রচন্ডও হাসিনার মতো ব্যালান্সড গেম খেলতাছে। ভালো। বাফার কান্ট্রিগুলোর এমনই করা উচিত।
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আমরা ব্যালান্সড?
৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১
আখেনাটেন বলেছেন: সংবিধানের সেই ইস্যুতে ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো যাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে আমার পরিচিত নেপালের বেশির ভাগ ছেলেমেয়েই ভারতের চেয়ে বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখায়। যদিও ভারত নেপালিদের বেশ সুযোগ সুবিধা দিয়ে থাকে। নেপালিরা ভারতে পড়াশুনা করতে পারে, চাকরি করতে পারে। তারপরও...। বড়ই আশ্চর্য...।
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: নেপালিরা ভারতীয় ভণ্ডদের সহ্য করতে পারে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
শেষ চীনারা আপনারও বন্ধু হয়ে যাবে!
ভারতের শত্রুকে বন্ধু ভাবতে পারতেন, যদি সেটা চীন না হতো।