নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
মহাকাশে অভিযান থেকে শুরু করে মেডিকেল অপারেশনের পর এবার রান্নাঘরের দায়িত্বে আসছে রোবটের দল।
সকাল বেলায় নাস্তার ঝামেলা সহ্য করতে হয়না এমন ব্যাচেলর খুঁজে পাবেন না। আপনি অফিস/ক্লাসের জন্য প্রস্তুত হবেন নাকি নিজের জন্য নাস্তা তৈরি করবেন!! কেননা আপনার সময় সীমিত। অন্যদিকে হোটেলে প্রতিনিয়ত খাবার খেতে খেতে এক ধরনের বিরক্তি কাজ করে। সুতরাং রান্নার জন্য হলেও একজন সঙ্গী প্রয়োজন। যে আপনার পছন্দের সব খাবার যথা সময়ে রান্না করে আপনার সামনে পরিবেশন করবে।
কাজের মানুষের ওপর ভরসা করা অনেক সময় ঠিক নয়। সেক্ষেত্রে নিরাপত্তাহীনতার সম্ভাবনা থাকে। এছাড়াও ভালো কাজের বুয়া খুঁজে পাওয়াও অনেক কষ্টের এর সাথে কয়েক মাস পর পর বেতন বাড়ানোর ঝামেলা তো আছেই!!
এমন সব ঝামেলা থেকে মুক্তি দিতে এলো রোবট বাবুর্চি। জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস মেলায় এমনই এক বাবুর্চি রোবটের দেখা মিললো। কিছুদিনের মধ্যেই বাণিজ্যিক ভাবে এই রোবট বাজারে আসবে।
লন্ডনভিত্তিক মোলে রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠান ‘প্রোটোটাইপ’ এ রোবোট তৈরি করেছে, যার নাম ‘রোবো শেফ’। যন্ত্রটি বানানো হয়েছে মূলত রান্নার জন্য। রান্নার সময় মানুষের হাত পায়ের নড়াচড়া আর শিখে নেয় রোবটটি। তারপর নিজেই করবে সেই কাজ। যেভাবে মায়েদের কাছ থেকে মেয়েরা রান্না শেখেন।
ছবি তোলার মাধ্যমে মানুষের সেই নড়াচড়াকে ‘প্রোগ্রাম’ হিসেবে ধারণ করা হয় রোবটে। এরপর তা পরিণত হয় নির্দেশ বা কমান্ডে। সেই নির্দেশ মেনেই পরিচালিত হয় বিশেষভাবে বানানো রোবটের দুটি হাত।
দুটি হাত দিয়ে চুলা জ্বালানো, পাত্রে খাবার নাড়া, এমনকি ময়লা পাত্রগুলো ধোয়ার জন্য আলাদা করেও রাখতে পারবে। ধীরে ধীরে নিজের ভুল থেকে শিখতে পারবে। তাঁর প্রোগ্রাম হালনাগাদ করে আরও উন্নত করা যাবে। শেখানো যাবে নতুন রান্নাও। আর এই শেখার অনেক কিছু সে করবে নিজে থেকে। রোবো শেফের দাম হতে পারে ১০ হাজার পাউন্ড।
সুত্রঃবিবিসি
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯
আল-শাহ্রিয়ার বলেছেন: অসম্ভব নয়। যুদ্ধে রোবট সেনা ব্যবহার শুরু করেছে রাশিয়া।
২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
প্রোলার্ড বলেছেন: তাহলে বিয়ে আর করা লাগছে না !
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
আল-শাহ্রিয়ার বলেছেন: তেমনই মনে হচ্ছে। অহেতুক ঝামেলায় জড়ানোর নি প্রয়োজন??
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯
চিটাগং এক্সপ্রেস বলেছেন: রাধুনী রোবটের সীমাবদ্ধতা কি?
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
আল-শাহ্রিয়ার বলেছেন: রোবটকে প্রথমে রান্না শিখাতে হবে।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: রোবো শেফের দাম হতে পারে ১০ হাজার পাউন্ড।
বর্তমানে বিয়ে করতেও প্রায় সমপরিমাণ অর্থ লাগে। এর চাইতে একটা কিনে ফেললেই হয়।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
আল-শাহ্রিয়ার বলেছেন: ভালো বুদ্ধি একবারের বিনিয়োগ সারাজীবনের সার্ভিস।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬
বিজন রয় বলেছেন: রোবট তো একসময় মানুষ মেরে ফেলবে।