নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতি বনাম সরকার দ্বন্দ্ব, সরকারি দলের চোখ রাঙ্গানি!!

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর থেকেই এ রায়, বিশেষ করে রায়ের পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গন সরগরম হয়ে উঠেছে। মন্ত্রী, সাবেক বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন মহল এ নিয়ে কথা বলছে।
প্রধান বিচারপতি এস কে সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেন, “আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি। যথেষ্ট ধৈর্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি… সেখানে ধৈর্যর কথাই বলা হল। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে ইয়ে (অযোগ্য) করল। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।”

তার ওই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের সাথে তুলনা করা... সব সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সাথে তুলনা করলে… এটা আমরা কিছুতেই সহ্য করব না। পাকিস্তান রায় দিল দেখে কেউ ধমক দেবে… আমি জনগণের কাছে বিচার চাই। কেন পাকিস্তানের সঙ্গে তুলনা করা হলো? আমাকে এসব হুমকি দিয়ে কোনো কাজ হবে না।

আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সস্পাদক হাছান মাহমুদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে উদ্দেশ করে বলেছেন,আপনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উত্তর জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেয়া পর্যবেক্ষণ ও রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। আগামী ২৪ আগস্টের মধ্যে দাবি মানা না হলে এক দফা আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

তারেক ফাহিম বলেছেন: চত্র ভঙ্গ হয়ে যা হয়েছিলো এবারও তা হবে মনে হচ্ছে।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপেক্ষা করুন দেখা যাক।।

২| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোঃ তানজিল আলম বলেছেন: চলুক না আর কিছুদিন এভাবে। নিরামিষ ভালো লাগে না সবসময়।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো বলেছেন।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নিরাপদ দেশ চাই বলেছেন: সিনহা সাহেবকে চিনতে ভুল করেছিল আওয়ামিলীগ। হিন্দু মানেই সবাই প্রোইন্ডিয়া এবং প্রোআওয়ামিলীগ এমন একটা ধারনা ছিল আওয়ামিলীগের। এই ধারনা তারা সবার মগজেও ঢুকিয়ে দিতে সফল হয়েছিল। সিনহা সাহেবকে স্যলুট যে তিনি এই ভ্রান্ত ধারনা ভেঙ্গে প্রমান করেছেন যে হিন্দু মুসলিম সবাই বাংলাদেশেরই জনগন এবং সবাই এই দেশেরই ভাল চায়। ধর্ম বা চেতনা দিয়ে দলবাজদের বিভক্ত করা যায় জনগনকে নয়।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো বলেছেন।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ভুলের পর ভুল করে যাচ্ছেন।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দেখা যাক কে ভুলের মাশুল দেয়!

৫| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাকিস্তানের সাথে তুলনা,
মানবনা, মানিনা।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মানি না, মানবো না!!

৬| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

মানিজার বলেছেন: আওয়ামীলীগের লেজ বের হইয়ে যাচ্ছে । বিনপি আম্লীগ দুইডাই এক কোম্পানীর প্রোডাক্ট ।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক

৭| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মন্তব্যগুলো যদি বি এন পি'র কেউ করত, তাহলে কত দ্রুত গ্রেফতার আর বিচার শুরু হয়ে যেত। প্রধান বিচারপতি সাহস দেখিয়েছেন ভালো, কিন্তু এখন এত কটু মন্তব্যের পরও কোন স্বপ্রণোদিত রুল জারি করছেন না। তাহলে সাহসটাও সময় বুঝে!...

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অনেকটা তেমনই তারপরও তার সাহস আছে মনে হচ্ছে।

৮| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি কিন্তু সুযোগ খোঁজেন, আপনার লেখা সংখ্যা লঘুদের পক্ষে থাকে না, এখন সুযোগ কাজে লাগাচ্ছেন?

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমি কারো পক্ষে নয় মজা নিচ্ছি মাত্র!! এত চমৎকার সুযোগ আর পাবো কিনা!!

৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোণামের বানান "দন্দ" টি সঠিক নয়
সঠিক বানান "দ্বন্দ্ব"
দ্বন্দ্বঃ বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দ ভালোর দ্বন্দ্ব), ('হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব': রবীন্দ্রনাথ ঠাকুর)
হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

১০| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

কূকরা বলেছেন: সিনহা আরো ঘেউ ঘেউ করুক, মালুদের সাথে আওয়ামীলীগের আরো দুরত্ব তৈরি হোক B-)

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা ??

১১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

ছাসা ডোনার বলেছেন: আওয়ামীলিগের সবাই আদালতকে অবমাননা করছে তাতে কোন দোষ নেই। এ কেমন নিয়ম? শেখ হাসিনাকে ভাবতাম অনেক বুদধিমতি, কিন্তু উনিও দেখি আবুল মাল মুহিতের মতই আচরন করছেন।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কেউ সাধু নয় সব ক্ষমতার জন্য কামড়া-কামড়ি।

১২| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

নীল আকাশ ২০১৬ বলেছেন: প্রভু মোদীর ইশারায় সিনহা যখন সরকারের সামনে মাথা নত করবেন, তখন তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য ইন্ডিয়া থেকে চাপ আসবে। তখন হাসিনা কি করবেন তাই দেখার অপেক্ষায় থাকলাম।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপেক্ষা করুন সব দেখতে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.