নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
জাপান বলেছে, পরমাণু বোমা পরীক্ষার ফলে উত্তর কোরিয়ায় আজ দু’দফা ভূকম্পন দেখা দিয়েছে। এদিকে উত্তর কোরিয়া ঘোষণা করেছে তারা অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরি করেছে। দেশটির নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে এটি বসানো যাবে জানিয়েছে তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।
কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা ইন্সটিটিউট অত্যাধুনিক এ বোমা তৈরি করেছে। আর এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাষ দেয়া হলো বলেও খবরে উল্লেখ করা হয়। ইন্সটিটিউট ঘুরে দেখার সময়ে নতুন অস্ত্র পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
অন্যদিকে উত্তর কোরিয়ার আজকের ভূকম্পন সম্পর্কে মার্কিন ভূতত্ত্ব বিভাগ বা ইউএসজিএস বলেছে, ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৩ ছিল এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ঘটেছে। ভূকম্পনের কেন্দ্রস্থল উত্তর কোরিয়ার সুংজিবেগামের ২৪ কিলোমিটার উত্তরপূর্বে ছিল বলেও জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, পরমাণু বোমা পরীক্ষার কারণে এমন ভূকম্পন ঘটতে পারে। কিন্তু পরমাণু বোমা পরীক্ষা ফলে এই কম্পনগুলো সৃষ্টি হয়েছে নিশ্চয়তা দিয়েছে জাপান।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা কেসিএন বলেছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিত্তিতে তাদের তৈরি হাইড্রোজেন বোমার ক্ষমতা শত শত থেকে হাজার হাজার কিলোটন পর্যন্ত নির্ধারণ করা যাবে। উত্তর কোরিয়া শতভাগ নিজস্ব প্রযুক্তিতে এ বোমা তৈরি করেছে বলে খবরে উল্লেখ করা হয়। এ ছাড়া, জানান হয়, নতুন তাপপরমাণু অস্ত্রের অতিমাত্রায় বিস্ফোরক ক্ষমতা রয়েছে। উত্তর কোরিয়া বলেছে, আজ আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হবে। উত্তর কোরিয়া যদি নিশ্চিত করে তবে আজ দেশটি ষষ্ট দফা পরমাণু পরীক্ষা চালাল।
গত জুলাইয়ে দুই দফা আইসিবিএম পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার এ আইসিবিএম দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের একাধিক লক্ষ্যে আঘাত হানা যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়া অ্যামেরিকার সাথে সম্ভাব্য যুদ্ধে একই সাথে পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমার ব্যবহার করবার প্রস্তুতি নিচ্ছে!
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাত মোকাবেলায় কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র? এমন প্রশ্নের জবাবে মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা দাবি করেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য আলাস্কায় মোতায়েন প্রতিরক্ষা কেন্দ্র শতভাগ প্রস্তুত রয়েছে। যদিও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, অতীতে আলাস্কার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্র থেকে ১৮ দফা পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে মাত্র ১০ বার কল্পিত শত্রুর ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে এ কেন্দ্র থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
আল-শাহ্রিয়ার বলেছেন: দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: ভয়ংকর পরিণতির অবস্থানে পৃথিবী!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
আল-শাহ্রিয়ার বলেছেন: নিঃসন্দেহে!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
চুলবুল পান্ডে বলেছেন: কোল্যাটারেল ড্যামেজ বেশী হবে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
আল-শাহ্রিয়ার বলেছেন: দেখা যাক
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
লিযেন বলেছেন: হিরোসিমা,নাগাসাকি চাই না!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
আল-শাহ্রিয়ার বলেছেন: তবে অ্যামেরিকার কিছু হওয়া প্রয়োজন।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
চীন, রাশিয়া, আমেরিকা বিশ্বকে ভয়ংকর বিপদের মাঝে নিয়ে এসেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উত্তর কোরিয়া নাচের পুতুল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: দেখা যাক!!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মেমননীয় বলেছেন:
যত গর্জে, তত বর্ষে না!
Barking dogs seldom bite!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
আল-শাহ্রিয়ার বলেছেন: দেখা যাক কি হয়!
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: আমেরিকার সাথে উ:কোরিয়ার সমস্যার কারন কি? লাভ কার?
কোন কারন নাই। এটা একটা নতুন পরিকল্পনার অংশ... এই যুদ্ধ যুদ্ধ খেলা করে নতুন কিছু করতে চাচ্ছে আমেরিকা বা চায়না।