নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ভারত থেকে মিস ওয়ার্ল্ড হয়েও বলিউডকে না !!!

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১


না কিছু ভুল শুনেনাই। ১৭ বছর পর ভারতে মিস ওয়ার্ল্ডের মুকুট নিয়ে আশা মানুষী জানিয়েছেন বলিউডে আসার কোনো ইচ্ছাই তার নাই। কারণ, তিনি মনে করেন, ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার মানেই বলিউডে প্রবেশপথ তৈরি নয়, বরং এ খেতাব পাওয়ার মানে বড় আকারে ভালো কোন কাজে নিজেকে নিয়োজিত করবার সুযোগ পাওয়া। তাই বলিউডের জৌলুশে ভরা জগতে নয়, মানুষী ব্যস্ত থাকতে চান স্বাস্থ্য সুবিধা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের নারী ও শিশুদের নিয়ে।

চিকিৎসক পরিবারে জন্ম নেওয়া মানুষীর নামের অর্থ মানবিকতা। শৈশব থেকেই মানুষের জীবনকে মূল্য দেওয়ার শিক্ষা পেয়েছেন তাঁর চিকিৎসক মা-বাবার কাছ থেকে। মানব সেবায় যুক্ত থাকতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সিদ্ধান্ত নেন ২০ বছর বয়সী এই সুন্দরী।
‘মিস ওয়ার্ল্ড’ আসরে যাওয়ার আগেই ‘প্রজেক্ট শক্তি’ নামে নারীর স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্প নিয়ে ভারতের ২০টি গ্রামের পাঁচ হাজার নারীর কাছে গিয়েছেন তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত মানুষদের নিয়েও ভবিষ্যতে কাজ করার ইচ্ছা তাঁর। কার্ডিয়াক সার্জন হওয়ার জন্য অনেক আগেই মনস্থির করে রেখেছেন।

প্রশ্ন-উত্তর পর্বে উপস্থাপক মানুষীকে প্রশ্ন করেছিলেন কোন পেশার বেতন সব থেকে বেশি হওয়া প্রয়োজন?
উত্তরে মানুষী বলেছিলেন, ‘আমি মনে করি, মাতৃত্বের দায়িত্ব সবচেয়ে বড় আর কঠিন। এ পেশার মূল্য সবচেয়ে বেশি দেওয়া উচিত। মূল্য বা বেতন যে সব সময় নগদ অর্থেই দিতে হবে, তা কিন্তু নয়। একজন মা জীবনে যা ত্যাগস্বীকার করেন, তাঁর প্রতিদান দেওয়া যেতে পারে প্রচুর সম্মান ও ভালোবাসা দিয়ে।’

আমি মানুষ হিসেবে অনেক সেকেলে ‘মিস ওয়ার্ল্ড’ নামক প্রতিযোগিতাকে কখনোই ভালো চোখে দেখতে পারিনাই। বিশেষ করে ভয়ংকর ভারত বিদ্বেষী মনোভব পোষণ করি। কিন্তু এবারের ‘মিস ওয়ার্ল্ড’ ২০১৭ বিজয়ী ভারতের মানুষী ছিল্লরকে স্যালুট না করে থাকতে পারলাম না। আশাকরি প্রতিটি সন্তানের মা যেন অত্যাধুনিকা না হয়ে মানুষীর মত মানবিকতা সম্পন্ন মেয়ে হতে পারেন। ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালবাসা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

রাতুল_শাহ বলেছেন: বাহ পৃথিবী প্রথমবারের মত বিশ্ব সুন্দরী ডাক্তার পেতে যাচ্ছে। শুনে ভালো লাগলো।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতা রিটা ফারিয়া পেশায় চিকিৎসক ছিলেন। তিনি ১৯৬৬ সালে এই মুকুট জেতেন।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

গেম চেঞ্জার বলেছেন: বলিউডে যোগ না দেওয়াতেই আনন্দ!! :)

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হুম

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

রাতুল_শাহ বলেছেন: এর আগেও ছিলো!!!
বাহ আপনি ভালোই খোঁজ খবর রাখেন।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: রাখতে হয় বৈকি! জিকে তে আসে ত।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মিথী_মারজান বলেছেন: সত্যিকার অর্থে মিস্ ওয়ার্ল্ড।
আশাকরি আজীবন তিনি এমন জনসেবামূলক মানসিকতা বজায় রাখবেন।

শেষের ঐ বাচ্চার সাথের ছবিটা কি মানুষীর?
ছবিটা খুব সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। ছবিটি অজানা এক মায়ের সাথে তার সন্তানের।

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষীর জন্য শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

হাঙ্গামা বলেছেন: সুন্দর, তবে আমার "মুনা"র মত না। :`>

৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

অলিউর রহমান খান বলেছেন: খুব সুন্দর বলেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

কালীদাস বলেছেন: এই ব্লগে ছাগু বলতে কি মিন করা হয় আদৌ জানেন? আমার কমেন্ট ছাগুবাদী বলছেন, হা হা, আপনার কয়টা পোস্টকে আজ পর্যন্ত বালপোস্ট বলেছি? যেটা বলা উচিত ছিল প্রায় সব কয়টা পোস্টেই :D

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.