নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইরানে ব্যার্থ কমান্ডো অভিযান, বালুঝরে বিধ্বস্ত হয়েছিল মার্কিন হেলিকপ্টার!

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরানে হামলা করতে আসা ৫ টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার হটাৎ প্রবল ধূলি-ঝড়ের শিকার হয়ে ইরানের মরুভূমিতেই ধ্বংস হয়ে গিয়েছিল।
ইরানের তাবাস মরুতে পড়ে থাকে সেইসব সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষসহ পাইলট, নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ। অ্যামেরিকা দাবী করে ওই অভিযানে তাদের ৮ টি হেলিকপ্টার অংশ নিয়েছিল তবে তিনটি হেলিকপ্টার মরুভূমির ধুলি ঝড়ে বিধ্বস্ত হয়। পরবর্তীতে ফিরে আসবার সময় আরও একটি হেলিকপ্টার একটি বিমানের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়েছিল।

অ্যামেরিকান অপেরাশন ইগল ক্ল'র উদ্দেশ্য ছিল ইরানে আটক তাদের কূটনীতিকের ছদ্মবেশধারী মার্কিন এজেন্টদের উদ্ধার করা এবং ইরানী বিপ্লবী নেতাদের হত্যার মাধ্যমে ১৯৭৯ সালে ক্ষমতায় আসা ইরানি সরকারের পতন ঘটানো। কিন্তু মজার বিষয় হল মার্কিন এই অভিযান ব্যার্থ হওয়ায় বরং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সরকারের পতন হয়েছিল। বিদ্র মার্কিন সরকার আমেরিকায় ইরানের সাবেক শাসক শাহ্‌কে প্রবেশের অনুমতি দেওয়ার পর ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ৪৪৪ দিন পর্যন্ত মার্কিন দূতাবাসের ৫২ জন কর্মচারীকে আটক করে রেখেছিল।

মার্কিন এই ব্যার্থ কমান্ডো অভিযানের জন্য বিশ্বব্যাপী তাদের ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল। অ্যামেরিকা যে চাইলেই যেকোন দেশে যে কোন সময় অভিযান চালিয়ে সফল হতে পারে তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল এই ঘটনায়।

মার্কিন নতুন প্রেসিডেন্ট রিগান শপথ নেওয়ার সময় ২০ জানুয়ারি ১৯৮১ সালে আমেরিকায় আটক ইরানের ৮ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দেবার বিনিময়ে ৪৪৪ দিন আটক থাকবার পর মার্কিন এসব এজেন্টরা মুক্তি পেয়েছিল। ইরান এই ঘটনাকে ইরানের প্রতি আল্লাহর নেয়ামত বলে বর্ণনা করেছিল। বালুঝড়কে ইরানের ইমাম খোমেনী (র.) খোদার নিযুক্ত বালু-সেনা বলে উল্লেখ করেছিলেন।

এদিকে গতকাল বুধবার সকালে ওয়াশিংটনে ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তরে সশস্ত্র হামলা হয়েছে। হামলাকারী ব্যক্তি দপ্তরের জানালার কাচসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে, হামলায় দপ্তরের একজন কর্মী আহত হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তর পাকিস্তান দূতাবাসের ভেতর স্থাপিত। এ দপ্তর যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের কনস্যুলেট সুবিধা প্রদান করে। উল্লেখ্য ১৯৮০ সালের পর থেকে ইরানের সাথে আমেরিকার কোন ধরনের কূটনীতিক সম্পর্ক নেই।

আরও জানতে দেখুনঃ
বালু ঝড় মার্কিন কমান্ডো বাহিনী ও একজন বনিসদর!!
ইতিহাসে আজকের এই দিন
Operation Eagle Claw

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

মাহের ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যুদ্ধ চাই না শান্তি চাই।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

শাহ আজিজ বলেছেন: আমরা স্তম্ভিত হয়ে পড়েছিলাম এই কাহিনী । মুলত ইরানিদের হাতে বন্দী মার্কিন কূটনীতিকদের উদ্ধার অভিযান ছিল এটি । অনেকটা সিনেমার মতো ঘটনা ছিল ওটা । লিঙ্ক পড়ে পুরাতন পড়া কাহিনী চাঙ্গা করে নেব ।

ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য ।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন খবর।

তবে ভিয়েতনাম যুদ্ধ ছিল, মার্কিনদের সবচেয়ে লস প্রজেক্ট।।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

বাবিতো বলেছেন: বিশ্ব সংবাদ: এ সংক্রান্ত আরও লেখা চাই।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করবো।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অবশ্যই এখান থেকে ইরানীরা শিক্ষা গ্রহন করেছে।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

মোঃ খুরশীদ আলম বলেছেন: স্বার্থে আঘাত হলেই আক্রমণ, এটা ঠিক না।
মহান রাব্বুল আলামিন অপরাধের পতন ঘটান , একদিন না একদিন।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: নিজাম ভাইয়ের সাথে একমত
Seal team নিয়া কিছু দিন

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই চেষ্টা করবো।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো লিখতে পারেন:
1.RDX
2.ISI
3.MINE DETECTION
4.MOSAD AND AMAN
5.PLASMA BOMB
শেষেরটা সেই :)

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই। আমি যদি এসব বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পাই অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করবো।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আমেরিকা আমাদের ৭১ মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সাহায্য করেছিল। তবু পাকিস্তান আমাদের সাথে জয়ী হতে পারেনি।

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: রাশিয়া কিন্তু তখন আমাদের সব থেকে বড় উপকার করেছে বিনা স্বার্থেই।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

হাঙ্গামা বলেছেন: জানলাম

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতিগত ভাবে আমেরিকা যতটা আগ্রাসী মনোভাবের- তেমনি সাধারন আর দু দশটা দেশ যদি তার সিকিভাগও তাদের মতো নোংরামি রাখত মনে- কোন আমেরিকান শান্তিতে রাতে ঘুমাতে পারত না!

তাদের কপাল ভাল বিশ্বে বেশীরভাগ দেশ শান্তি প্রিয় :)

++++

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু দূতাবাসের কর্মীদের উদ্ধার করেছিল অন্য উপায়ে। সেটা নিয়ে একটা ছবিও বানিয়েছে তারা 'argo'. হয়তো এই অভিযান(আপনার উল্লেখকৃত) ব্যর্থ হওয়ার পর সেটা হয়। যেখানে তাদের অভিনয় শিল্পী বানিয়ে কৌশলে কানাডিয়ান এম্বেসডরের সহায়তায় উদ্ধার করা হয়...

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আমি মুভিটি দুই বার করে দেখেছি। তবে সেটি সম্পূর্ণ ভুয়া একটি ঘটনা। ইরান অ্যামেরিকার সাথে সমঝোতা করতে চেয়েছিল বলে প্রথমে ১৩ জন বন্দীকে মুক্তি দিয়েছিল। কিন্তু অ্যামেরিকা শাহ্‌কে ইরানের কাছে ফেরত না দিয়ে বরং সেনা অভিযানের মাধ্যমে তাদের বন্দিদের মুক্ত করতে এবং ইরানের ইসলামী বিপ্লবকে ধ্বংস করে শাহ্‌কে পুনরায় ক্ষমতায় বসাতে ছেয়েছিল। ১৯৫৩ সালেও অ্যামেরিকা ইরানের নির্বাচিত সরকারকে উৎখাত করে শাহ্‌কে সামারিক ক্যুর মাধ্যমে ক্ষমতায় এনেছিল।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮

আবু তালেব শেখ বলেছেন: সিরিয়ায় কেন এই অলৌকিক কান্ড ঘটছে না?

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রথমত সিরিয়া দেশটি সেকুলার। আসাদ সরকার তার দেশের জন্য ভালো হলেও কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তেমন ভালো নয়। দ্বিতীয়ত সিরিয়ায় কোন ইসলামী বিপ্লব সাধিত হয় নাই। তবে সম্প্রতিক ঘটে যাওয়া মার্কিন আক্রমণের সময় প্রায় ২০ টির বেশী ক্ষেপণাস্ত্র কিন্তু কোন বাধা না পেয়েও সিরিয়ায় কোন ক্ষতি সাধন করতে পারে নাই। এমনকি ২ টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণই ঘটে নাই। তবে এক্ষেত্রে অনেকেই রাশিয়ান জ্যামারের কারনে এমনটি হয়েছে বলছে। তারপরও ৮ বছর ধরে ন্যাটো এবং জিসিসির সাথে যুদ্ধ করে সিরিয়া নামক দেশটি টিকে থাকাটা অবশ্য কম বিস্ময়ের বিষয় নয়। এমনকি রাশিয়া এর আগে আর কোন দেশকে বাঁচাতে এভাবে সাহায্য করে নাই।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: আবু তালেব শেখ, প্রশ্নটির সাথে একমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.