নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

হামলা ও পাল্টা হামলার ঘটনা, পুর্নাঙ্গ যুদ্ধের মুখে ইজরাইল-সিরিয়া!

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

গত এক দশকের মধ্যে গতরাত্রে প্রথমবারের মত ইজরাইলের হামলার জবাব দিতে সিরিয়া ইজরাইলের ভেতরে রকেটের সাহায্যে পাল্টা হামলা চালিয়েছে। সিরিয়ান পাল্টা হামলার পর ইজরাইলের ভেতরের চিত্র। গত রাত্রে হটাত করেই ইজরাইল কোন ধরনের উস্কানি ছাড়াই সিরিয়ার ভেতরে হামলা শুরু করে। ইজরাইলী হামলায় সিরিয়ার একটি অস্ত্রাগার ও একটি রাডার সাইট ধ্বংস হয়। প্রথমত সিরিয়া ইজরাইলের ছড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে চেষ্টা করে। এসময় তারা সিরিয়ার রাজধানীতে ছোড়া প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। তবে ইজরাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার দামাস্কের কাছেই ২ জন নাগরিক নিহত হয়েছেন। পরবর্তীতে সিরিয়া ইজরাইলের ওপর পাল্টা হামলা শুরু করলে চিত্র সম্পূর্ণ বদলে যায়। তবে সিরিয়ার এই পাল্টা হামলায় রাশিয়া এবং ইরানের সমর্থন আছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নাই। সিরিয়া প্রথমে ইজরাইলের দখলে থাকা গোলান হাইট এলাকায় হামলা শুরু করে। সেখানের নাগরিকদের ইজরাইল ভূমির নিচে থাকা আশ্রয় কেন্দ্রে পাঠায়। ইজরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যাবস্থা সিরিয়ার ছোড়া রকেট প্রতিহত করতে ব্যার্থ হয়। সিরিয়ান হামলার পর গোলান হাইট এলাকার চিত্র। সিরিয়া এই সময়ে ইজরাইলের ভেতরে বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা করেছে। সিরিয়া শুধুমাত্র গোলানে ৬০ রকেট ছুড়লেও ইজরাইল দাবী করে এই হামলা করেছে ইরানের আই আর জি সি।
আল-জাজিরাও তাদের খবরে ইরানকে হামলার জন্য দায়ী করেছ।

অথচ নীচের তাদের আরও একটি ভিডিও দিয়েছি যেখানে ইজরাইলের প্রথমে হামলার খবর পাবেন। ইজরাইল দাবী করেছে তারা ২০ টি রকেট ভূপাতিত করেছে। সিরিয়ান প্রতিরক্ষা ইউনিট MRLS দিয়ে ইজরাইলের যেসব এলাকায় হামলা করেছে তার তালিকাঃ
1. 9900 unit HQ
2. Technical & Electronic Survey
3. Electronic Jamming HQ
4. Communication & Transmission Station
5. A Military Airfield (Heliport)
6. Hatmar 880 HQ
7. Mt Hermon forward outpost
8. Winter Headquarters of the Special Snow Unit (Alpenstim)
9. secret headquarters of the border

ইজরাইলের সাফাদ এবং তাবারাইয়া এলাকায় বিস্ফরনের শব্দ শোনা গিয়েছে বলে ইজরাইলের কিছু কিছু মিডিয়া দাবী করেছে। ইজরাইল তিবিরিয়াস ও কায়রাত সামউনা কলোনিতেও বাঙ্কার খুলেছে ইজরাইলিদের আশ্রয় নেবার জন্য। ইজরাইলের হাইফাতেও হামলার পর আগুনের ফুলকি দেখা যায়।ইজরাইলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করবার ভিডিও

সিরিয়ান হামলায় ধ্বংস হওয়া ইজরাইলী ক্ষেপণাস্ত্র।
এদিকে সিরিয়ার সেনারা যেসব এলাকায় ইজরাইলী হামলা প্রতিহত করেছে তার তালিকাঃ
1.Khalkhala airport
2.Surroundings of brigade 150 in Suwayda(Sweida)
3.Tall Al-Far
4.Damascus and its countryside
5.South of Homs
6.Brigade 137
7.Western Qalamoun
8.Al-Dalafa position south of Hader
এছাড়াও আরও কিছু এলাকায় ইজরাইলী হামলার সাথে সিরিয়ায় অবস্থান করা সরকার বিরোধী পক্ষ হামলা করেছে যা সিরিয়ান সেনাবাহিনী প্রতিহত করেছে। গত রাত্রের হামলার বিষয়ে সিরিয়ান সেনাবাহিনীর বিবৃতি তবে ইজরাইল তার দেশে সকল মিডিয়ার ওপর ইসরাইলে হওয়া হামলা সম্পর্কে কোন খবর, ছবি বা ভিডিও প্রচার না করতে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আল জাজিরার আরও একটি প্রতিবেদন যা সিরিয়ার পাল্টা হামলার পূর্বের।

এই মুহূর্তে ইজরাইলী প্রধানমন্ত্রী রাশিয়া সফর করছে, নেতানিয়াহুর এবারের রাশিয়া সফর করবার কারন ছিল ইরানের বিরুদ্ধে নালিস করা আর সিরিয়াকে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাবস্থা না দিতে রাশিয়াকে আহব্বান করা। মাত্র একদিন আগে অ্যামেরিকা পরামানবিক অস্ত্র নিয়ে ইরানের সাথে করা চুক্তি থেকে সরে গিয়েছে। এমন অবস্থায় মনে হচ্ছে ইজরাইলের সাথে যদি সিরিয়ায় পুরোমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: ভয়াবহ অবস্থা।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে। সিরিয়ানদের জন্য দুঃখ হয় ওদের জীবনে মনে হয় কখনোই শান্তি আসবে না।

২| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অবস্থা বেগতিক!

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তৃতীয় বিশ্ব যুদ্ধের পরিকল্পনা নিয়েই মনে হয় ট্রাম্পকে ক্ষমতায় বসানো হয়েছে।

৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:১৯

ইনাম আহমদ বলেছেন: গাঁজাটা আপনি টেনেছেন, এখন ব্লগবাসীকে খেতে সাধছেন।
যুদ্ধের যেই বর্ণনা দিলেন, এতো ইনফো যুদ্ধকালীন সময়ে সৈন্যদের কাছেও থাকে না। আপনার মামা ইসরায়েল আর্মিতে কর্ণেল না সিরিয়ার আর্মির জেনারেল বলেন তো।
আর শব্দটা বাংকার(bunker), ব্যাংকার (banker) মানে মহাজন।
ভূয়া খবরের রাজধানী ফেসবুক। এখানে খামোখা ফেসবুকীয় পোস্ট করে গুজব ছড়াবেন না প্লিজ।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন গাঁজা খাওয়া আপনাদের নেশা হতে পারে। সিরিয়া, ইরান, ইজরাইল, রাশিয়া দেশগুলোর প্রেসিডেন্টের নামও গুগলকরা ছাড়া আপনারা বলতে পারবেন না। কেননা বিবিসি, সিএনএন সর্বচ্চ আল-জাজিরা পর্যন্ত আপনাদের সীমাবদ্ধতা। তাই আসাদ সম্পর্কে মিথ্যা ছড়িয়ে বেড়ানো আপনাদের কাজ। আমি যে তথ্য তুলে ধরেছি সেটা সরাসরি সিরিয়া থেকে প্রাপ্ত আপনাদের মত চিলের পিছে দৌড়ালে প্রকৃত সত্য জানা সম্ভব নয়।

৪| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২০

তারেক ফাহিম বলেছেন: চিন্তিত হচ্ছি কবে সিরিয়া ও ইজরাইলের যুদ্ধ বিশ্বে ছড়িয়ে পড়ে।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ইজরাইল প্রতি রাত্রেই সিরিয়ায় হামলা করে চলেছে। সিরিয়া প্রথমবারের মত জবাব দিল। সম্ভাবত দ্বারা এলাকা সন্ত্রাসী মুক্ত করে সিরিয়া গোলানে অভিযান চালাতে পারে যদি এই উত্তেজনা বজায় থাকে। ইজরাইল আসাদকে হত্যা করে সিরিয়ার সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে।

৫| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দখলদার ইসরাইল, নীতিহীন সউদ গং পাগল ট্রাম্প

এই শয়তানের তিন শিংকে গুড়িয়ে না দিলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।
মুসলমানদের পবিত্র ভূমি মুক্ত করতে সউদ গংয়ের বিরুদ্ধে সর্বাত্ব যুদ্ধ করা উচিত মুসলিম বিশ্বের বাকী দেশগুলোর!
ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে আরব ভূমি মুক্ত করা পলকের ব্যপার যদি আরবরা এক থাকে।
পরাশক্তির ডিভাইড এন্ড রুলে অন্ধ শেখের দল বিভক্ত বলেই আজ প্রায় শত বছর তারা জ্বলছে জ্জালাচ্ছে!

ধ্ভংস হোক মন্দ শক্তি! ধ্বংস হোক দখলদার! শয়তান গং

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধ্বংস হোক মন্দ শক্তি! ধ্বংস হোক দখলদার! শয়তান গং। সহমত। কিন্তু সমস্যা হল অনেক আরব দেশ এখন ইজরাইলের কথায় উঠা-বসা করছে। আসাদকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র লক্ষ্য হল ইজরাইলকে নিরাপদ করা। সৌদিরা এখন সংস্কার নিয়ে ব্যাস্ত তার সাথে রয়েছে ইয়েমেন ধ্বংস করবার পরিকল্পনা। তুরস্কের ওপর বিশ্বাস করা দায়! পাকিস্তান সৌদি টাকার দাস, মিসর আগে থেকেই ইজরাইলের বন্ধু। আফগানস্থান, ইরাক, লিবিয়া ধ্বংস হয়েছে।

৬| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:০০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সৌদি গং এর সদস্য ইজরায়েল সাথে কি সিরিয়া পারবে?

১০ ই মে, ২০১৮ দুপুর ২:১০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দেখা যাক হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইজরাইলের অজেয় ট্যাংক ধংস হয়েছিল। এবার তাদের আয়রন ডোমও সফলতা পায় নাই। সময়ই উত্তর বলে দিবে।

৭| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: কিছু মানুষ দেশকে জাতিক পৃথিবীকে সামনের দিকে নিয়ে যায়। আর কিছু মানুষ অন্ধকারের দিকে নিয়ে যায়।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ট্রাম্প আর নেতানিয়াহু বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.