নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবলঃ ইরানী সফলতা বনাম মেসির ব্যার্থতা

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, "ঈদ মোবারক"
আমরা সবাই জানি এবারের বিশ্বকাপের অন্যতম দুর্বল দল হল ইরান যারা আমাদের এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করছে এবং তারা এই মুহূর্তে তাদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে!
পরের দুইটি খেলার যে কোন একটি ম্যাচে জিততে পারলে ২য় পর্বে খেলার সুযোগ পেয়ে যাবে। তবে ইরানের সব থেকে বড় দুর্বলতা হল তাদের স্টাইকারের অভাব আর তাদের বড় শক্তি হল তাদের ডিফেন্স।মরক্কোর সাথে খেলায় তারা একটি মাত্র আত্মঘাতী গোলে জিতেছে কারন তারা একটি গোলও খায় নাই।

গতকাল রোনালদো বনাম স্পেনের খেলা দেখলাম যেখানে স্পেন দল ৩ টি গোল দিয়েছে আর জবাবে একটি পেনালটি একটি ফ্রিকিক সহ তিনটি গোল করে খেলা ড্র করেছে রোনালদো। আজ প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখলাম যেখানে পেনাল্টি মিস সহ দলকে জিতাতে ব্যার্থতার পিছে মেসির অবদান অনস্বীকার্য। মেসির জন্যই এবারের বিশ্বকাপে চান্স পেয়েছে আর্জেন্টিনা। বাছাই পর্বে মেসির ওপর ভর করেই রাশিয়ার টিকেট কনফর্ম করতে সমর্থ হয়েছে আর্জেন্টিনা তবে আজকের ম্যাচে একবারের জন্যও মেসি ঝলক দেখা যায় নাই। ম্যাচে বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার পায়ে থাকলেও তারা আইসল্যান্ডের ডিফেন্সে ফাটল ধরাতে পারে নাই বরং দুর্বল ডিফেন্সের জন্য এক গোল খেয়ে খেলায় ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
11 - Lionel Messi had 11 shots v Iceland, the highest tally without scoring in a World cup match for an Argentinian player since Opta keep full World Cup data (1966). Frozen. pic.twitter.com/m31bYFvQzt— OptaJohan (@OptaJohan) June 16, 2018

তবে আজকের ম্যাচ হতে পারে আর্জেন্টিনার জন্য শিক্ষার সুযোগ যদি আজকের ম্যাচের ভুলগুলো শুধরাতে সক্ষম হয় মেসি বাহিনী তবেই তাদের পক্ষে ভালো ম্যাচ উপহার দেওয়া সম্ভব নতুবা প্রথম রাউন্ড থেকে বিদায় নিতেও হতে পারে!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



ইরানকে খেলতে দেয়াই ঠিক হয়নি, প্রতি খেলোয়াড় ছিলো নীচু মনের অধিকারী (মীন মাইন্ডেড)।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কি আর করার এশিয়া চ্যাম্পিয়ন বলে কথা, অ্যামেরিকা আবার চান্স পায় না! সমস্যা নাই ২৬ সালে বাছাই পর্ব না খেলেই চান্স পাবে চিন্তার কিছুই নাই।

২| ১৬ ই জুন, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় ফুটল (সকার) এখনো কখনো জনপ্রিয়তা পায়নি

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালোই বলেছেন এই জন্যই ২৬ সালে অ্যামেরিকা বিশ্বকাপ আয়োজন করবে।

৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্জেন্টিনার ভালো শুরু হয়েছে বলে মনে করি। প্রথম খেলাতেই মেসি ম্যাজিক আর বড় জয় হলে তাদের চর্বি বাড়িয়ে দিত। দেখা যাক...

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনা দূর্বল দল। সেটা প্রমান হলো । রোনাল্ডো ৩- মেসি-(মাইনাস)-১ পেনাল্টি মিস।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশাকরি তারা ঘুরে দাঁড়াবে তবে পরিসংখন আপনার মতের সাথে মিলে।

৫| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্জেন্টিনার ভালো শুরু হয়েছে বলে মনে করি। প্রথম খেলাতেই মেসি ম্যাজিক আর বড় জয় হলে তাদের চর্বি বাড়িয়ে দিত। দেখা যাক... ভালই বলেছেন, এই জতীয় অভ্যাস আর্জেন্টিনার আছে, তারা আত্নতুষ্টিতে মাঝে মাঝে বেশি ভোগে।রক্ষণ ভাগ একে বারে বাজে লেজি লেজি মনে হয়।এরজন্য সম্ভবত আর্জেন্টিনাকে খেসারত দিতে হবে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৬| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি ভুল কথা বলছেন।
মেসি এক কথায় অসাধারন।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশাকরি মেসি তার প্রকৃত ফর্মে ফিরে আসবেন।

৭| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: রোনাল্ডো আজকেও গোল করেছে। তিনি এখন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতা ।ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে ।

২১ শে জুন, ২০১৮ রাত ২:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.