নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

৪৩ রানে অল আউট! এক দিনে টাইগার বাহিনী জন্ম দিল অনেক গুলো রেকর্ডের!

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৮


আজ বাংলাদেশের ক্রিকেটের এক বিরাট দিন, আশাকরি যুগ যুগ ধরে এদেশের আপামর জনতা দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। চলছে বিশ্ব ফুটবল যুদ্ধ আর এই ফুটবল যুদ্ধের মধ্যে ক্রিকেট খেলা দিয়ে বিশ্বকে চমকিয়ে দিয়েছে বাংলার টাইগার বাহিনী। মাত্র কিছুদিন আগে ইংল্যান্ড যেভাবে সর্বোচ্চ স্কোর এবং জয় দিয়ে চমক দেখিয়েছিল এবার পাল্টা হিসেবে সর্বনিম্ন স্কোর দিয়ে চমকে দিয়েছে সাকিব বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে আজ আমাদের বাংলার দামাল ছেলেরা দিনের প্রথম সেশনের ২১ মিনিট বাকি থাকতেই ১৮.৪ ওভারে ৪৩ রানে অলআউট হয়েছে, যা আমাদের অনেকগুলো রেকর্ডের সাক্ষী বানিয়েছে।
* ক্রিকেট বিশ্বের যে কোন দলের বিরুদ্ধে এটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
*৫০-এর নিচে এবারই প্রথম অলআউট হয়েছে লাল-সবুজ পতাকাধারীরা।
*আন্তর্জাতিক ক্রিকেটে আজকের এই ৪৩-ই লিটনদের সর্বনিম্ন স্কোর।
*ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো দলের জন্য এটি সর্বনিম্ন স্কোর।
*ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও কোনো দলের সর্বনিম্ন স্কোরের রেকর্ডের মালিকও রুবেলরা।
*১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডের ৪৬ রানে আউট হবার রেকর্ড ভেঙে দিয়েছে মুসফিক বাহিনী।
*একাধারে টেস্ট(৬২ শ্রীলঙ্কার বিপক্ষে), ওয়ানডে(৫৮ ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে) এবং টি-২০(৭০ নিউজিল্যান্ডের সাথে) তে বাংলাদেশের সবগুলোর সর্বনিম্ন স্কোরের রেকর্ড ভেঙে দিতে সক্ষম হয়েছে তামিম বাহিনী।

এই অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন বাংলার বাঘ বাহিনীকে।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি না খেলাতে এই ঘটনা ঘটলো! আপনাকে কিছুতেই রাজী করানো গেলো না, কি আর করার আছে!

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই বিশ্বকাপ ফুটবল বাদ দিয়ে এই সময়ে ক্রিকেট খেলা কতটা যুক্তিযুক্ত!

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: এই বিজ্ঞাপনটা খারাপ না। খুবই লজ্জাজনক।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো তো ভালো না?

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ কেন ক্রিকেট খেলে উহা আমার মাথায় ঢুকে না।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন সব দোষ আর্জেন্টিনার ৪-৩ এ হেরেছে আর আমরাও ৪৩ এর বাহিরে চিন্তাই করতে পারিনাই।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫০

কাওসার চৌধুরী বলেছেন:


অভিনন্দন, ভবিষ্যৎ এমপিদেরকে ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে, জয় বাংলা, জয় টাইগার বাহিনী।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫০

অর্ক বলেছেন: দুঃখজনক! কিন্তু কী বা করার আছে, সব খেলার অংশ! আশা করি তারা দারুণভাবে ফিরে আসবে। যাই হোক আমরা নিরাশ না হয়ে উৎসাহ যুগিয়ে যাবো। এটা একটা দুঃস্বপ্ন বা দুর্ঘটনা ভেবে ভুলে যাবো।

দুঃখ পেলে আসুন কণ্ঠে কণ্ঠ মিলাই

"এগিয়ে চলো বাংলাদেশ"

শুভেচ্ছা রাখছি।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই এগিয়ে যাবে তবে পিছের দিকে!

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এইগুলার বিচি ঝুলে গেছে। এইগুলারে বাদ দিয়ে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু মামা চাচা খালুর দেশে এর বেশি কী আশা করা যায়? মেয়েদের দলটাও ইদানীং ভালো করছে। কিন্তু পুরস্কার দিয়ে বেশি দনী বানিয়ে ফেললে তারাও খেলার আগ্রহ হারিয়ে ফেলবে।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা ভালো বলেছেন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছিঃ ছিঃও বলবো না, লজ্জাও দিব না। কারণ, এ লজ্জা ওদের একার নয় আমাদের সবার।
বাংলাদেশ এগিয়ে যাক এটাই কামনা করি।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো তো তবে পিছের দিকে!

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলেছে না। পরিবর্তন দরকার।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পাপন কাকু সব জানে।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই খুশী হয়েছি আমি। নিজের অবস্থান বোঝার দরকার বিডি টিমের প্লেয়ারদের। আমরা যে বছরের পর বছর বলে আসছি, ছেলেগুলোকে মাথায় তুলবেন না, মিডিয়াকে বলেছি নাটক, এ্যাড-এ বেশী হাইলাইট করবেন না, পত্রিকায় কলাম, ইন্টারভিউ নিয়ে নিয়ে ওদের আকাশে তুলবেন না, এমপি বানানোর কথা বলে ওদের মাথা খাবেন না - কেউ শুনেনি...

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১০| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৫

রাকু হাসান বলেছেন: তিরষ্কার মোটেও ভাল লাগলো না , দঃ আফ্রিকার মত দল ১ম ইনংসে ৮০ রানের ও কমে চারবার অল আউট হয়েছে । পাশের দেশ ভারত ৪৩ রানের কমে অল আউট হওয়ার রেকর্ড আছে । এভাবে বর্তমান কোন পরাশক্তিই বাদ নেই । বাংলাদেশের ক্ষেত্রে প্রথম সর্বনিম্ন স্কোর ,যদিও কাম্য নয় । দিনশেষে খেলা বলেই সম্ভব হয়েছে । দলের পাশে থাকা উচিত.এমনিতেই চাপে আছে দলটি ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এজন্যই বাঘ সেনাদের অভিনন্দন।

১১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৭

রাকু হাসান বলেছেন: দুঃখিত লাইনটা ‘‘দঃ আফ্রিকার মত দল ১ম ইনংসে ৪০ রানের ও কমে চারবার অল আউট হয়েছে ’’ হবে

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসুন এই খুশিতে ডুগডুগি বাজাই।

১২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৪

সিগন্যাস বলেছেন: অভিনন্দন হে বাংলাদেশ

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অভিনন্দন পাপন কাকু।

১৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৮

শেয়াল বলেছেন: আমরা সবসোময় আগারটা চাই, মুলেরটা চাওয়া না হোক বুঝার মত সভ্যতা বাঙালির হইল না । কবি বলেছেন - বাঙালি তুই মানুষ হইলি না রে ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো তো ভালো না? রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি।

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন সব দোষ আর্জেন্টিনার ৪-৩ এ হেরেছে আর আমরাও ৪৩ এর বাহিরে চিন্তাই করতে পারিনাই।

আফগানদের হাতে হোয়াইট হবার বেদনা না মিলাতেই এত বড় দাগা!!!!!!!!!!!

কুনু ক্ষমা নাই! ক্রিকেট নিয়ে মামু-খালু, এক্সপেরিমেন্ট বন্ধ কর! ওল।ড ইজ গোল্ড সবসময় হয়না!
নতুন মেধাবীদের সুযোগ দাও! যোগ্য কোচ নিয়োগ দাও!

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৭

হাঙ্গামা বলেছেন: এই হারের যথাযথ কৈফিয়ত তলব করা হোক।
যৌক্তিক জবাবে ব্যর্থদের শাস্তির আওতায় আনা হোক।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে!

১৬| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: কি বলব?? কিচ্ছু বলার নাই।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই।

১৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

টারজান০০০০৭ বলেছেন: এতো আগেই.........আউট হওয়ার কারণে পোলাপাইনগো কলিকাতা হারবালে নিয়া প্রি ম্যাচিউর এজাকুলেশনের চিকিৎসা করানো হউক !

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো বলেছেন এদের আমাদের রেলমন্ত্রীরকে দিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন।

১৮| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

রিফাত হোসেন বলেছেন: ১১ কোটি টাকা ফাইন করা হোক ;)

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সেটাই উচিৎ, যদি শিক্ষা হয়। ভালো করলে বোনাস দিলে খারাপ করলে অবশ্যই জরিমানার বিধান থাকা উচিৎ।

১৯| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লজ্জাজনক।

২০| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

ভুয়া মফিজ বলেছেন:

২১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

কিশোর মাইনু বলেছেন: এক ম্যাচের হারেই এত তুলোধুনা?!?!?
মনে হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্য কোন দল ই টেস্টে ৫০র নিচে আউট হয়নাই?!?!?

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ সব দলই হারে আবার অন্য দলকেও হারায় তাই তাদের নিয়ে কথা হয় না কিন্তু যারা শুধু হেরেই যায় তাদের নিয়ে তো কথা হবেই।

২২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৩

রাকু হাসান বলেছেন: ওয়ানডে সিরিজ নিয়ে ভাবনা কি ? সিরিজ জয় বাংলাদেশ করতে পারবে ? কি মনে হয়

১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কোন আশাই করি না তবে ভালো করলে খুশি হব। মেয়েরা কিন্তু বাছাই পর্বে সেরা হয়েছে।

২৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৮

রাকু হাসান বলেছেন: হুম-মেয়েরা এদিক দিয়ে শান্তি দিচ্ছে ,অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ,বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বকাপে আশাবাদী আমি , িএই মেয়েরাই আবার দঃআফ্রিকা তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল । আর আজ ........

১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তারা এশিয়া কাপ জিতেছে যা ছেলেদের জন্য চিন্তা করাও অসম্ভব।

২৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৩

রাকু হাসান বলেছেন: হাহা তাই ! ছেলেরা দু বার ফাইনাল খেললো ! ভাগ্য খারাপ জয় টা তো হতোও....আশারাখি তবু

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: স্বপ্ন দেখা ভালো তবে দুঃস্বপ্ন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.