নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
গত কাল মধ্যরাত্রে ধানমন্ডির সাত মসজিদ রোডে মোটর বাইক নিয়ে এক নারীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় পুলিশের সাহসিকতায় ধরা পড়েছে স্বপন নামক এক ছিনতাইকারি।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক এসে রিকশা থামিয়ে চোখের পলকে মহিলার ব্যাগ নিয়ে পালিয়ে যান। কিন্তু এলাকার টহল পুলিশের দল ঘটনাটি দেখে আশপাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে ওয়্যারলেসে বার্তা পাঠিয়ে দেয়। এরপর অন্যান্য টহল পুলিশ দল মিলে আশপাশের এলাকায় ব্যারিকেড দেয়। পরে আবাহনী ক্লাব মাঠের সামনে ওই দুই মোটরসাইকেল আরোহীকে পাওয়া যায়। তাঁরা পুলিশ দেখে ত্বরিত মোড় ঘুরে ভিন্ন দিকে যেতে চায়। তাড়াহুড়ো করতে গিয়ে মোটরসাইকেল পিছলে পড়ে। এ সময় এক ছিনতাইকারী পালাতে সক্ষম হলেও অপর ব্যক্তি আটকা পড়ে। তবে ওই ব্যক্তি সহজে ধরা না দিতে ছুরি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। জবাবে পুলিশ বাধ্য হয়ে ওই ব্যক্তির পায়ে গুলি করে। আটক এই ব্যক্তির নাম মো. স্বপন (৪৭)। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, ‘আটক স্বপন ছুরি বের করে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসীনসহ কয়েকজনকে আঘাত করেন। তখন আত্মরক্ষার জন্য আমি রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি করি। দুটি গুলি স্বপনের দুই পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত পুলিশ সদস্যরা রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
অভিনন্দন সাহসী পুলিশ সদস্যদের যাদের দ্রুত এবং সাহসী পদক্ষেপে স্বপনের মত দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়েছে। আশাকরি শীঘ্রই সম্পূর্ণ ছিনতাইকারী টিমকে ধরা সম্ভব হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
আল-শাহ্রিয়ার বলেছেন: ভালো এবং নিরাপদ বোধ করবার কথা খারাপ লাগবে কেন?
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুলিশের সাহসীকতার জন্য ধন্যবাদ। এরা সৎ হলেই দেশের অপরাধ কয়েকগুণ কমে যেত।
পায়ে গুলি করাটা বিচক্ষণতার লক্ষণ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
সনেট কবি বলেছেন: দারুণ
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬
আল-শাহ্রিয়ার বলেছেন: নিঃসন্দেহে
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
এটা খুব ভালো এবং ছিনতাইকারীকে ধরা সহজ হয়েছে কারন সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এভাবে সব ছিনতাইকারীকে ধরা হোক।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পোষ্টটি পড়ে কষ্ট লাগলো।