নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

মেয়র আতিকুল ইসলামের প্রতারণা ধরা পড়লো কানাডিয়ান সাংবাদিকের কাছে!

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৯

কানাডিয়ান সাংবাদিকের কাছে শার্ট তৈরি নিয়ে প্রতারণা করে ধরা খেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন ঢাকার নতুন মেয়র।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের ফ্যাক্টরিতে কানাডিয়ান একটা ব্র‍্যান্ডের শার্ট অর্ডার করা হয়। আতিকুল সাহেব সে শার্ট নিজ মালিকানাধীন ফ্যাক্টরীতে না তৈরি করে সাবকন্টাক্টে ননকম্পলায়ান্স এবং শ্রমিক শোষণ হয় এমন একটি গার্মেন্ট কে দিয়ে সে শার্ট প্রস্তুত করান। এ ঘটনা তৈরি পোশাক খাতে শ্রমিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে এমন এক কানাডিয়ান সাংবাদিকের দৃষ্টিগোচরে আসে। সে সাংবাদিক প্রথমে সাব কন্টাক্টে কাজ করা ফ্যাক্টরি থেকে হ্যাং ট্যাগ, লাবেল সহ একটি শার্ট কালেক্ট করেন। এরপর তারা আতিকুল ইসলামের কাছে যায়। উল্লেখ্য প্রত্যেকটি বিশ্ববিখ্যাত ব্রান্ড প্রোডাক্টের ট্যাগ ও লেভেলে যে বারকোড নাম্বার দেয়া থাকে সে বারকোড নাম্বার বায়ারের নিজস্ব লজিস্টিক সার্ভারে গিয়ে সার্চ করলেই সে প্রোডাক্টটি কোন ভেনডর প্রস্তুত করেছে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়। সাংবাদিক আতিকুল কে প্রশ্ন করে শার্টটি আপনার ফ্যাক্টরিতে প্রস্তুত হয়েছে কিনা? আতিকুল বলেন: আসলে একটি শার্ট কোথায় তৈরি হয়েছে এটা খুঁজে বের করা খুব কঠিন এবং এটা তার ফ্যাক্টরিতে তৈরি শার্ট নয়। বিদায় পর্বে আতিকুল সাহেব সে ভিনদেশী সাংবাদিকের কাছ থেকে শার্টটি কিছুক্ষণের জন্য নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসেন। তারপর তিনি নিজ হাতে শার্টের ট্যাগে থাকা বারকোড নাম্বারটি কলমের কালি দিয়ে লেপ্টে দেন। কিন্তু এতে কি তার সন্মান রক্ষা পেয়েছে নাকি বিদেশী সাংবাদিকের কাছে তিনি একজন প্রতারক বলে ধরা পড়েছেন! চিন্তা করুন সারা বিশ্বের মানুষ যখন এই ঘটনা জানবে আমাদের দেশ সম্পর্কে কি ধারনা পাবে?
জনাব আতিক সাহেব মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই কাগজ রাস্তায় ছড়িয়ে পরিষ্কারের নাটক করে ধরা খেয়েছিলেন। তবে আমরা ভেবেছিলাম হয়ত প্রথমবার একটি ভুল করলেন কিন্তু এখন আর বুঝতে বাকি নেই এসব প্রতারণা তার নিয়মিত ব্যাপার। এই মেয়র নাকি আনিসুল হক হবেন শুনলে হাসি পায়। আমার জানামতে আনিসুল হক এমন প্রতারক ছিলেন না। আনিসুল হকের মৃত্যুর পর আমিও কেঁদেছিলাম অবশ্যই তার কাজের জন্য।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: ওহ। কি জঘন্য। দেশের ভাবমূর্তিটা এমনিতেই ভাল না অন্য দেশের কাছে। তার উপর এমন কাণ্ডকারখানা...

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাবতেই অবাক লাগে এসব প্রতারকরা আমাদের অভিভাবক।

২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৪৮

বলেছেন: হায় হায় !!!!

২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখজনক।

৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৫৮

ব্লগ মাস্টার বলেছেন: কি আর করার প্রথম প্রথমতো সব ঠিক হয়ে যাবে।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এখন তো প্রমাণিত প্রতারনাই তার স্বভাব।

৪| ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৪:১০

বলেছেন: এর মধ্যে দিয়ে একটি সত্য জয়ী হলো -- যত বড় প্রতারক রাষ্ট্র তোমাকে দিবো তত বেশি সম্মান।

আফসোস!!!
বিদেশে হলে এতক্ষণে নিজেই পদত্যাগ করতো আর আমরা দেই বাহবা।

নষ্ট দের সঙ্গে চলে নিত্য অবিরাম !!!

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জনগণকে জিম্মি করে এসব প্রতারকরা তাদের শোষণ করছে জনগন এদের সন্মান করে না।

৫| ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৫:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এটা যেদিন সিবিসিতে প্রচারিত হয়েছিল তার পরদিন আমার এক কলিগ আমাকে এই গার্মেন্টস ব্যবসায়ীর প্রতারণা নিয়ে প্রশ্ন করেছিল যে, সে কি এই ধরণের অন্যায় কর্ম করে সবসময় পার পেয়ে যায় ? আমি লজ্জায় তার প্রশ্নকে পাশ কাটিয়ে বলেছিলাম, ব্যবসায়ী মানুষতো, নিজের ব্যবসা রক্ষার জন্য মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে থাকে | আজ সেই ব্যক্তিটিকে মেয়র হিসাবে দেখে সত্যি হাসি পায়, শেখ হাসিনা কি এই বিশাল শহরে নূন্যতম আত্মসম্মান ও নীতিবোধসম্পন্ন কোনো লোক খুঁজে পেলেন না মেয়র পদে মনোনীত করার জন্য !!!!!

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই দুঃখজনক।

৬| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: !!

৭| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: তাকে ভোট দেওয়ার আগে কেনো এগুলো প্রচার করা হলো না?

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভোট সেটা আবার কি জিনিস?

৮| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: এসব লোক যখন নিজেদেরকে জনপ্রতিনিধি হিসেবে নিজেদেরকে দাবী করে, তখন সেই "জন" দের একজন হিসেবে নিজেকে ভাবতে লজ্জায় মাথা হেঁঁট হয়ে যায়। সারা ঢাকা শহরে এমন একজন প্রতারকের চেয়ে একটাও ভাল মানুষ খুঁজে পাওয়া গেল না?
আতিকুর, জব্বার, এমন লোকগুলো কি সরকারের ভাবমূর্তি খুব উজ্জ্বল করছে?
ময়লা পরিষ্কার নিয়ে যে কেলেঙ্কারিটা তিনি করলেন, অন্য যে কোন দেশ হলে জনরোষের কারণে তিনি পালাতে দিশা পেতেন না।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৯| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৭

আমি মুক্তা বলেছেন: খায়রুল আহসান বলেছেন: এসব লোক যখন নিজেদেরকে জনপ্রতিনিধি হিসেবে নিজেদেরকে দাবী করে, তখন সেই "জন" দের একজন হিসেবে নিজেকে ভাবতে লজ্জায় মাথা হেঁঁট হয়ে যায়। সারা ঢাকা শহরে এমন একজন প্রতারকের চেয়ে একটাও ভাল মানুষ খুঁজে পাওয়া গেল না?
আতিকুর, জব্বার, এমন লোকগুলো কি সরকারের ভাবমূর্তি খুব উজ্জ্বল করছে?
ময়লা পরিষ্কার নিয়ে যে কেলেঙ্কারিটা তিনি করলেন, অন্য যে কোন দেশ হলে জনরোষের কারণে তিনি পালাতে দিশা পেতেন না।

সহমত ভাই! তবে আমাদের দেশেও জনরোষ হতো যদি শুধুমাত্র কয়েকটি কালো আইন করে জনগণকে বিপদে ফেলার রাস্তা তৈরি না থাকত।

আমরা এইসব অসঙ্গতি ধরতে পারি, এসব নিয়ে আলোচনা করতে পারি বলেই তো আজ আমাদের এই প্লাটফর্মটির উপর এভাবে কালো পর্দা ফেলে দিল। ইতিহাস কখনও কাউকে ক্ষমা করেনি, কোনদিন করবেও না।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। তারা সমালোচনা সহ্য করতে পারে না, মিডিয়াগুলো বিটিভি বানিয়ে ফেলেছে আর স্বাধীনভাবে মত প্রকাশ করলে আইসিটি নামক কালো আইন।

১০| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯

আরোগ্য বলেছেন: আনিসুল হকের বিপরীত।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুর্ভাগ্যজনক।

১১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫২

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
জনাব আনিসুল হক আনিসের নখের যোগ্যতাও তার নেই।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। আনিসুল হকের চেয়ারের সন্মান নষ্ট করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.