নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ার আশ্রয়ে ষরযন্ত্র চাকমাদের ইন্ডিয়ার সাথে যুক্ত হবার দাবী, খুলনা থেকে সিলেট দখলের ডাক বিজেপি নেতার!

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৩

চাকমারা নাকি ইন্ডিয়ার অংশ হতে চায়? চাকমারা কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আয়জন করে।

অথচ চাকমা রাজা কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অর্থাৎ রাজাকার ছিল। আবার চাকমাদের একটি অংশ স্বাধীনতার পরে জেএসএস ও ইউপিডিএফ নামে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছে এখনও নিয়মিত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলছে। গতকালও এই সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত, বিস্ফোরণে আরও ২ জন আহত হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদি দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দখল করার কথা বলেছেন। তিনি বলেছেন, সিলেট থেকে খুলনা পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। সুব্রাহ্মনিয়ম স্বামীর দাবি, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশ সরকারকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তা করতে না পারলে এসব মুসলমানের বসবাসের জন্য বাংলাদেশকে এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে। বাংলাদেশের জমি নেওয়ার বিষয় পার্লামেন্টে উত্থাপন করবেন বলেও জানান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী।

যে মুহুর্তে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রকাশ করছে মানুষ তখন এই দুইটি খবর কিন্তু শঙ্কা জাগায়। আবার এই মুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্কর ঢাকায় পৌছেছেন, এবারের সফরে বাংলাদেশের থেকে কি কি সুবিধে নিয়ে যাবেন কে জানে?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


স্বামীজীকে আপনাদের দল টাকা টুকা দিচ্ছে কিনা জানার চেষ্টা করেন।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কেন আপনার দল কি টাকা টুকা দেয় নাকি? তো কোন দল?

২| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভারত কিছুদিন পরপর এইসব বক্তব্য মিডিয়ায় বলে, এই ইস্যুটাকে জিইয়ে রাখছে।
"এখন ৪০ লাখ অবৈধ বাংলাদেশি ভারতে আছেন" ইস্যু দিয়ে সরকারকে ব্ল্যাকমেইল করতে পারে।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কি জানি? ক্ষমতায় রেখেছে এসবের বিনিময়েই তো।

৩| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৮

ইসিয়াক বলেছেন: জানলাম

৪| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা !

৫| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের উদাসীনতা আমাদের আরে এসব কিছূনা টাইপ ভাবনাই আমাদের ভবিষ্যতে বিপদে ফেলতে পারে!

সতর্কতা কল্যানকর।

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.