![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৯.৫.২০১৬ তারিখে কন্যা সন্তানের বাবা হয়েছি। আগামীকালের মাঝে নাম রাখা হবে। ব্লগার ভাইয়েরা কিছু নাম সাজেস্ট করুন।
আয়রা, সুহাইলা সুবাহ, আয়রা বিনতে শাহরিয়ার আমার পছন্দের।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫০
শাহরিয়ার সুমন বলেছেন: আত্নীয়,শুভাকাঙ্খি সবাই কেউ বলেছি রাখতে। না পেলে এটাই রাখবো।
২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩৫
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: অনেক শুভেচ্ছা। অভিনন্দন। আপনি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন এই সময়ে। আয়রা নামটা সুন্দরই লাগছে। এক পিচ্চির ১০০ নাম রাখা গেলে ভালো হতো। একেক সময় একেক নামে ডাকা যেতো।
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার সুমন বলেছেন: বৈশাখের আমরণ নিদাঘ @ ধন্যবাদ। ১০০ নাম রাখার বিষয় টা চমৎকার।
৩| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আলিজা শাহরিয়ার হলে খুব সুন্দর নাম হবে,
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
শাহরিয়ার সুমন বলেছেন: আলিজা অর্থ কী??
৪| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: আয়রা বিনতে শাহরিয়ার নামটিও চমৎকার
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
শাহরিয়ার সুমন বলেছেন: কালকের মাঝে নতুন নাম না পেলো এটাই ফাইনাল। ধন্যবাদ মতামতের জন্য
৫| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এ কে এম রেজাউল করিম বলেছেন: My ALLAH (SW) Bring happiness and peaceful environment in your family with a name like: AMADU SHARIAR
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
শাহরিয়ার সুমন বলেছেন: Thank u.plz also write the meaning of AMADU
৬| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
শফিউল রনি বলেছেন: সন্তানের নামের শেষে বাবার নাম থাকা উচিত। আয়রা বিনতে শাহরিয়ার ঠিক আছে। তবে "আয়রা" নয়, "আইরা" বা "আইরাহ"।
০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৯
শাহরিয়ার সুমন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আয়রা ! বাহ্ খুব সুন্দর নাম তো !!!!!!!!! অভিনন্দন আপনাকে
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৫
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: রাইসা নাম রাখার ক্রেজ কি চলে গেল?
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৬
শাহরিয়ার সুমন বলেছেন: রাইসা রাখার কথা ছিল নাকি?
৯| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: অভিনন্দন আপনাকে বাবা হওয়ায়।
আপনার পছন্দকৃত নামটাই সুন্দর
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৬
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
১০| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৫৫
আমিই মিসির আলী বলেছেন: আপনার যেটা পছন্দ সেটাই রাখুন।
তবে নামের অর্থ জেনে রাখবেন।
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:১৪
শাহরিয়ার সুমন বলেছেন: আইরা অর্থ সম্মানিত। আর শাহরিয়ার মানে রাজা
১১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:৫৯
জুন বলেছেন: আলিশা শাহরিয়ার
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৫
শাহরিয়ার সুমন বলেছেন: আলিশা অর্থ কি??
১২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুকণ্যা, লাবন্য, প্রিয়তি,
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২৬
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ নামগুলোর জন্য
১৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫২
পলক শাহরিয়ার বলেছেন: বিনতে বাদ দিয়ে শুধু আইরা শাহরিয়ার রাখতে পারেন। শর্ট,সিম্পল অ্যান্ড বিউটিফুল। অভিনন্দন আপনার জন্য আর কন্যার জন্য শুভকামনা।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
শাহরিয়ার সুমন বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। পরিবারের সাথে কথা বলে দেখবনি
১৪| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: নাম দেওয়া কঠিন।
কিন্তু আপনাকে, আপনার পরিবারকে অভিনন্দন আর শুভকামনা।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০১
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ। কঠিন কাজটি সহজ করতেই আপনাদের সাহায্য চাওয়া
১৫| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
আফ্রোদিতে বলেছেন: মৃদুলা শাহরিয়ার
১৬| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর অর্থবহ নাম রাখুন।
নবজাতকের জন্য শুভকামনা রইল।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:২২
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
১৭| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
যোগী বলেছেন:
দুইটা শব্দের নাম রাখুন প্লিজ।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:২১
শাহরিয়ার সুমন বলেছেন: পছন্দসই পাচ্ছিনা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩২
নতুন বলেছেন: আয়রা বিনতে শাহরিয়ার +++