নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখালিখি

আমার লিখালিখির অভ্যাস সেই ক্লাস সেভেন থেকে । অনেকটা শখের বসেই লিখি । কোন উদ্দেশ্য সাধনের জন্য নয় । তাই আমার লেখা কখন কারো মনে সুড়সুড়ি দিলে দয়া করে নিজ দায়িত্তে চুলকে নিবেন। আসা করি চুলকালে মজাই পাবেন কারন যতদুর জানি চুলকানোর মত মজা পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

আলীম শাহ্‌রিয়ার

নিজের সম্পর্কে কি লিখব বুজতে পারছি না । এখন মাথায় কিছু আসছে না পরে লিখব :)

আলীম শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন স্বপ্ন

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

অনিক লাফ দিয়ে ঘুম থেকে উঠল মোবাইলের রিংটোন এর শব্দে । চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর ১২ টা ৩০। সাথে সাথে মুখ দিয়ে বিরক্তের একটা গালি বের হয়ে আসল । দ্রুত মোবাইল হাতে নিয়ে দেখে ১৪ টা মিসড কল আর ৪ টা টেক্সট , টেক্সট গুলো অবশ্য ফোন কোম্পানী থেকে আসেছে এই বোনাস সেই বোনাস এমন ধরনের । মিসড কল চেক করে দেখে নাফিস অনেক গুলো ফোন দিয়েছে । মোবাইল টা হাতে নিয়ে ঘূরাছে আর ভাবছে ফোন দিবে কিনা,কিন্তু ফোন দিলেই তো অনেক গুলো গালি খেতে হবে বলে ভয় পাচ্ছে , নাফিস অনেক বার করে বলেছিল আজ ওর সাথে কীর্তন খোলা নদীর পাড়ে যেতে হবে , উদ্দেশ্য হচ্ছে ফারিহার সাথে দেখা করা । যাইহোক কয়েকবার ভেবে তাও ফোন দিল ,ও পাশে কেউ একজন বলে উঠল , আপনি যাকে ফোন দিয়েছেন তিনি একজন বিরাট ব্যাস্ত মানুষ , এ সকল ব্যাস্ত মানুষ এর সাথে যোগাযোগ রাখা ভালো , অপেক্ষা করুন ফোন ধরবে , বুজতে পারলাম নাফিস নতুন ওয়েল কাম টিউন সেট করেছে । ফোন ধরেছে নাফিস - - - -



নাফিসঃ কি রে টিকটিকি !! ঘুম ভাঙল ??

অনিকঃ হুম !

নাফিসঃ শালা !! তোরে না কইলাম ১০ টার দিগে নদীড় পাড়ে আইতে । সারাটাদিন তো টিকটিকির মত বিছানায় লাইগা থাকোস । কি হইছে তোর ক তো ??

অনিকঃ না দোস্ত কিছু না , রাতে ঘুমাতে দেরী হয়ে গেছিল । ( গালাগাল না শুনতে মিথ্যে টা বলতেই হল )

নাফিসঃ তা তুমি সারা রাত্রে কি কর্ম সাধন করিয়াছ যে,ঘুমাইতে দেরী হল ।

অনিকঃ না দোস্ত কিছু করি নাই , এম্নিতেই ঘুম আসতেছিলো না ।

নাফিসঃ যাই হোক শুন মন দিয়া , ফারিহার আব্বা সকালে বাসায় আছিল এর জন্য আসতে পারে নাই , কইছে বিকালে আইব , তুই চইলা আসিস ৪ টার দিগে , এবার মিস হইলে কিন্তু তোরে আমি কাচা খায়া ফালামু ।

অনিকঃ নাফিস রেগে যাচ্ছে দেখে বলল , আচ্ছা দোস্ত থাকব , চিন্তা করিস না।

নাফিসঃ আচ্ছা এখন রাখি,টাইম মত চলে আসিছ।

অনিকঃ আচ্ছা , বাই ।



ফোন রাখতেই মা এর রুমে প্রবেশ । নবাব এর বেটার ঘুম ভাংছে তাইলে । এতক্ষণ কেমনে ঘুমাস তুই আমি বুজি না বাপু !! মা এর আজাইরা পেচাল শুরু হয়ে যাচ্ছে দেখে দৌড় দিয়ে বাথরুমে ঢুকল । বাথরুমে ঢুকে কল ছেড়ে দিল । পানির টুপটাপ শব্দ ভালো লাগে ওর । ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে ভাবনার জগতে হারিয়ে গেল ,ওর ইদানিং কি যেন হয়েছে ওর খালি ঘুম আসে আর আজিব আজিব ধরনের সপ্ন দেখে । আজ ও আজিব একটা স্বপ্ন দেখেছে যেটার কোন যুক্তি নাই , কলেজের বন্ধুরা মিলে বান্দর বন ঘুরতে গেছে্‌ ,বন-বাদাড় , পাহাড় ওর অনেক ভালো লাগে।সবাই পাহাড়ে উঠেছে , তো ও ঘুরতে ঘুরতে হটাত বন্ধুদের থেকে কখন আলাদা হয়ে গেছে বলতে পারবে না । সামনে এগুতে এগুতে হটাৎ রক্ত বর্ণের একটা ফুল দেখতে পায় , মনে হতে লাগল ফূলঅটা ওর চাই যে কোণ মুল্য । এমন ফুল ও আগে কখনো দেখে নি , চোখ সরাতে পারছে না , ফুলটা যেন ওকে সম্মহিত করে ফেলেছে ।



(গল্প চলবে) . . . . . .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.