নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখালিখি

আমার লিখালিখির অভ্যাস সেই ক্লাস সেভেন থেকে । অনেকটা শখের বসেই লিখি । কোন উদ্দেশ্য সাধনের জন্য নয় । তাই আমার লেখা কখন কারো মনে সুড়সুড়ি দিলে দয়া করে নিজ দায়িত্তে চুলকে নিবেন। আসা করি চুলকালে মজাই পাবেন কারন যতদুর জানি চুলকানোর মত মজা পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

আলীম শাহ্‌রিয়ার

নিজের সম্পর্কে কি লিখব বুজতে পারছি না । এখন মাথায় কিছু আসছে না পরে লিখব :)

আলীম শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

লজ্জাবতীর লজ্জা

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

সেদিন মৃদু বাতাস বইছিল
আমি দেখেছিলাম বালিকার
মুখের অভিব্যাক্তি
ভালোবাসি শুনে
লজ্জার লাল আভা আর
দু গালে টোল পড়া হাসিতে সায়

বাপরে !! এত লজ্জা
আমি ভিতরে হেসেই খুন

আমার চোখে তাকাতেই পারছে না
ভাব নিলাম আমি দেখছি না তাকে
সহজ হওয়ার জন্য বললাম চল হাটি

সে হাটছে আর চুপি চুপি করে তাকাচ্ছে
চোখে চোখ পড়লেই লালা হয়ে যাচ্ছে লজ্জায়
আমি উপভোগ করছি
নারীর লজ্জা ভালো লাগে আমার

লজ্জা হবে লাজুক লতার মত
লজ্জা হবে শামুক এর মত
লজ্জা হবে কচ্চপ এর মত
আলতো ছোয়াতে গুটিয়ে যাবে

" লজ্জাবতীর লজ্জা "
আলীম শাহরিয়ার
সময়ঃ ১২ টা ১ মিনিট
লেক ড্রাইভ রোড ,উত্তরা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

ময়না বঙ্গাল বলেছেন: বীণাতে মোর
কাঁদিয়া ওঠে
তোমারই ভৈরবা
মুকুল মন সুবাসে তব গোপনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.