নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহরিয়ার আসলাম

সবসময় মুক্ত চিন্তা করার চেষ্টা করি ।

শাহরিয়ার আসলাম › বিস্তারিত পোস্টঃ

পারিপার্শের সাপেক্ষে নিজস্ব স্বত্বা

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

আমি কি এখনো
নিজেকে চিনতে
পারিনি । নাকি
পরিবেশই আমাকে
চিনতে ভুল করছে ।
আমি কি স্বার্থপর ?
কিন্তু পরিবেশই
আমাকে স্বার্থপর
বানাচ্ছে । এই রঙ্গিন
দুনিয়ায় আমি এক
অচল , নির্বোধ
অপদার্থ । চলে যেতে
চাই অপার গন্তব্যে
কিন্তু পারিপার্শের
শেকর আমাকে আঁকরে
ধরে রাখছে । এই
দুনিয়ায় কি না হচ্ছে ?
কেউ ডাস্টবিনকেই
তার পেটের অন্ন
যোগানোর উত্স করে
নিয়েছে । আবার কেউ
পাঁচতারা হোটেলে
গিয়েও নিজেকে
হিনমন্যতায়
ভোগাচ্ছে । কেউ
রাজনীতি করছে
,কেউ আবার করতেছে
অপরাজনীতি । আর
এই দুয়ের মাঝে পৃষ্ঠ
হচ্ছে নিষ্পাপ শিশু
থেকে শুরু করে আপামর
জনতা । কেউ ইট খোয়া
ভেঙ্গে জীবিকার
সন্ধান করছে ।
অপরপক্ষে কারও
কাছে লাখ টাকার
চাকরিও অপ্রতুল
লাগতেছে । কোনো
কিছুই থেমে নেই সবাই
নিজকে পারিপার্শিক
পরিবেশে খাপ
খাওয়ানোর চেষ্টায়
ব্যাস্ত । এমন দেশে
বাস করছি যেদেশের
প্রধানেরা হয় মূর্খ
আর সে সমাজের
সুশিক্ষিতরা হয়
অবহেলিত । এমন
সমাজে বাস করছি
যেখানে নারী আর
সম্পদের কাছে বাবা মা
আর নিজের
আত্মমর্যাদা অতি
তুচ্ছ । সত্যিই এই
রঙ্গিন দুনিয়ার সব
কিছুই আজীব রূপে
বিবর্তিত ।
.
.
. সেজন্যই
পারিপার্শিকের
সাপেক্ষে নিজের
স্বত্বা আজ অতি
তুচ্ছ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.