নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

জাস্ট একবার শাহবাগ আয় শুয়োরের বাচ্চারা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

শরীরের প্রত্যেকটা কোষ রাগে, দুঃখে চিৎকার করতেসে! অপছন্দের জিনিস "গালাগালি" করতে খুব মন চাচ্ছে...



জামাত শিবির নামক শুয়োরের বাচ্চারা ( জানি কোনভাবে একটা আসল শুয়োর এই স্ট্যাটাস দেখলে অপমানে আত্মহত্যা করবে এই বলে যে "সাকিব ভাই! ওদেরকে আমাদের সাথে ক্যামনে তুলনা দিলেন?! আপনার একবারও হাত কাঁপল না আমাদের শুয়োর সমাজের সম্মান এভাবে ধুলায় মিশিয়ে দিতে?) আজকে শহীদ মিনার ভেঙেছে, যেই মসজিদে গালিচায় দাঁড়িয়ে নামাজ পড়ি( শুয়োরের বাচ্চারা তো ধইরাই নিসে, আমিও নাস্তিক, ব্লগ লিখি যে!),সেই গালিচায় আজকে আগুন লাগাইসে! জি হ্যাঁ, মসজিদের ভিতরে! এই না হলে ভেজালের ভিড়ে খাঁটি শুয়োরের সমাহার!( একটি ছাগু পণ্য! :P ) শুধু তাই না, যে জিনিসটা দেখলে বুকের ভিতর এক অন্যরকম শক্তি জন্মে, যে কাপড়টা দেখলে হাড্ডিসর্বস্ব শরীরের সবকিছু ; এমনকি নিজের জীবনটাও ওই কাপড়ের সম্মান রক্ষার জন্য দিয়ে দিতে ইচ্ছা করে--- আমার সেই জাতীয় পতাকাতে ওরা আগুন লাগাইসে! লাল সবুজ এই কাপড়ের মূল্য ওরা দিবে এটা আমি আশাই করি না, এটা তাদের কাছে ঘর মুছার ত্যানার মতই এক কাপড়, এর চেয়েও নিচু জ্ঞান করলে অবাক হব না! যারা এই দেশটাকেই চায় নাই, তারা এই পতাকার পতপত ধ্বনির মাঝে লুকিয়ে থাকা ২ লাখ ধর্ষিতার কান্না , ত্রিশ লাখ শহীদ হওয়া মায়ের- বাবার আর্তনাদ, আহাজারি শুনতে পায় না ও চায় না- তাদেরকে গালি দিয়ে ভাষার মাসে নিজের প্রাণপ্রিয় মাতৃভাষাকে আর কত অপমান করব? কীভাবে এত বড় সাহস হয় তোদের লাল সবুজ পতাকায় আগুন দিতে? মসজিদে আগুন দিতে? দেশটাকে কি পুরাই (না)পাকিস্তান বানায় ফেলবি বলে শপথ নিয়েছিস?



কি ভাবছিস, একটা পতাকা পুড়ালে আর দুই একটা ইট-পাথরের শহীদ মিনার ভাঙলেই সব শেষ? কিন্তু এ দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে পতাকা আছে আর যেই শহীদ মিনার আছে টা ক্যামনে নষ্ট করবি আমারে একটু বুঝা দেখি? শান্তির ধর্মের নাম নিয়া এটারে আর কতদিন বর্ম হিসেবে ব্যাবহার করবি? আল্লাহ্‌ রাসুলের নাম নিয়া আর কত ব্যবসা করবি? লজ্জা করে না সৃষ্টিকর্তারে নিয়া ব্যবসা করতে? আর তোদের বিরুদ্ধে কথা কইলেই মুরতাদ, নাস্তিক? তারে হত্যা করা জায়েজ?এক তরিকা আর কতদিন? কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম শাহবাগে গেলেও সে নাস্তিক হইয়া যায়- বাহ শুয়োরের বাচ্চারা!



আমার দেশের পতাকার দাম জানিস তোরা? কি ভাবছিস, এটা গাউসিয়ার কোন সস্তা কাপড় যার প্রতি গজ মাত্র ১৫ টাকা? আরে শুয়োরের বাচ্চারা এই পতাকার দাম- ত্রিশ লাখ শহীদের প্রাণ, দুই লাখ ধর্ষিতা মা বোনের শাড়ি আমার এই পতাকা! এই পতাকা ছিঁড়ে তোরা শহীদদের কে আরেকবার হত্যা করলি, মা বোনদের আরেকবার ধর্ষণ করলি!



বুঝতে পারসি, শাহবাগের আন্দোলন দেইখা প্যান্ট এই সুতা লুজ হয়ে গেসে? বুঝতে পারস যে জনতা ক্ষেইপা গেছে এবার- মনে করসিলা ধর্ম নিয়া এবারো খেলবা? ভুইলা গেছো- এ দেশের মানুষ ধর্মপ্রাণ হইতে পারে, মাগার এত ধর্মান্ধ না যে পতাকা পুড়াইলেও ঘরে বইসা স্টার জলসার সিরিয়াল দেখব? এই জনতা এবার তোদেরকেও পুড়ায় দিবে... রেডি থাকিস!



মোমবাতি নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে উঠে, আজকে তোদেরও সেই অবস্থা হইসিল, বুঝতে পারসি আমরা- ব্যাপার না, হইতেই পারে! এবার এক ফুঁ তে তোমাদের নিভানোর সময় আসছে তোমাদের... ৪২ বছর ধরে যেই কষ্ট দিছ, তা বাতাসে রূপান্তরিত করে ফুঁ দিলে তোদের আর নাম গন্ধও থাকবে না ইনশাল্লাহ!



এতই যদি সাহস থাকে, ইচ্ছা থাকে ধর্মের নাম নিয়া সব ধ্বংসের, আল্লাহ্‌র কসম লাগে, একবার শাহবাগে আয় শুয়োরের বাচারা! জাস্ট একবার!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

মনে নাই বলেছেন: জামাত-শিবিরকে সমূলে ধ্বংস করতে হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

শাহরুখ সাকিব বলেছেন: অবশ্যই! :)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

ধমাধম বলেছেন: হ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

আব্দুল মোমেন বলেছেন: ওরা বেজন্মা ! এদর বাবা ওদের মাকে দিয়ে যখন পাকিস্থানীদের খুশী করিয়েছিল তখনই ওদের জন্ম !! তাই ওরা এমন !!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

শাহরুখ সাকিব বলেছেন: ওদেরকে বেজন্মা বললে বেজন্মা শব্দটারও অপমান হয় ভাই

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

সাউন্ডবক্স বলেছেন:

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভুইলা গেছো- এ দেশের মানুষ ধর্মপ্রাণ হইতে পারে, মাগার এত ধর্মান্ধ না যে পতাকা পুড়াইলেও ঘরে বইসা স্টার জলসার সিরিয়াল দেখব? এই জনতা এবার তোদেরকেও পুড়ায় দিবে... রেডি থাকিস!

+++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.