![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
মহাসমারহে আজ মুক্তি পাচ্ছে নতুন ছবি---
নাম "চাঁদ তুমি কার?"
শ্রেষ্ঠাংশে- আল্লামা সাইদি এবং কামারুজ্জামান ( দুইজনই ইন্ডাস্ট্রিতে নতুন, তবে মেধা আছে, বিশেষ করে সাইদির মেশিনের প্রশংসা স্বয়ং সানি লিওন করেছেন!)
বলিউড এর ৭০% মুভি যেমন হলিউড থেকে কপি করা তেমনি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এই ছবি বলিউড এর বিখ্যাত ছবি "দোস্তানা" এর ছায়া অবলম্বনে তৈরি! এ সম্পর্কে ছবির পরিচালক গোলাপি বেগমের মন্তব্য জানা যায়নি, ফোনে তার সাথে কথা বলার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়!
৪২ বছর ধরে বাংলার জনগণ চাঁদে দুই সতীনের ঝগড়া দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে, আজ সেই দিন, চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ছবি সুপারহিট হওয়ার চান্স প্রায় ৯০%... যদিও ছবিতে কোন আইটেম সং বা নায়িকা নেই, তবুও পরিচালক এই দুই "প্রেমিক পুরুষের" প্রেম, ঝগড়া, আনন্দ , বেদনা, মেশিনের আওয়াজ নিয়ে বানানো ছবি নিয়ে আশাবাদী বলে প্রযোজনা সংস্থা "জামাতে ইসলামী" থেকে জানা গেছে!
(পুনশ্চ- এ দেশে কিছুই হইলেই অনুভূতিতে আঘাত লাইগা যায়, এই স্ট্যাটাস দিয়া কেও কিছু মিলানর চেষ্টা করলে বা বাস্তবের সাথে মিল খুঁজে পেলে তা শুধু "কাক"তালীয় না , বক এবং কোকিলতালিও বলে গণ্য হইবে! অনুভূতিতে আঘাত পাইলে নিজ দায়িত্তে পাইবেন! )
জয় বাংলা! দে ঝুলিয়ে!
©somewhere in net ltd.