![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
কয়েকদিন আগে নিজের ঐতিহাসিক "তেঁতুল" ভাষণের মাধ্যমে সর্বত্র হইচই ফেলে দেন হেফাজতে ইসলামের প্রধান ও "নিখিল বঙ্গ হেলিকপ্টার সমিতি"র মালিক আল্লামা শফি হুজুর! তার মতে মেয়ে মানুষ মানেই তেঁতুল যাদের দেখলেই মুখ দিয়া "লালা ঝরা" কনফার্ম!
তো যেই মানুষ এই তেঁতুল নিয়া এত "পিএইচডি" গবেষণায় ব্যস্ত এবং রাস্তা ঘাটে তিনি খালি তেঁতুলই দেখেন, তো তার ইফতারের মেন্যুতে যে তেঁতুলের তৈরি খাবার ছাড়া অন্য কিছু থাকবে - এটা কল্পনাই করাই নাস্তিকতার সামিল! তো চলুন দেখে আসি "তেঁতুল" দিয়ে তৈরি হওয়া আল্লামা শফি হুজুরের সেইসব খাবার বর্ণনা---
১. তেঁজুর ( আমরা সাধারণ রোজাদারেরা আজান দিলে সবার আগে "খেজুর" খাই, তিনি তেঁতুল বিশেষজ্ঞ বলে তার এই খাবারের নাম হবে তেঁজুর!)
২. তিয়াজু ( আমরা পেঁয়াজু খাই, উনারটা হবে টক স্বাদের তিয়াজু)
৩. তেগুনি ( বেগুণ দিয়ে আমাদের বেগুনী তৈরি হয়, আর শফির তেগুনি তরি হয় তেঁতুল দিয়ে যা সাধারণের চেয়ে তিনগুন টক!)
৪. তুহ তাফজা ( আমাদের "রুহ আফজা" এর মত বানানো শরবত, পার্থক্য একটাই- এইটা অনেক টক!)
৫. এবং সব শেষে তালিম ( আমাদের হালিম এর অনুকরণে!)
বুড়ো মানুষ, বেশি খেতে পারেন না, তাই বাকি খাবারের নাম আমি আর বললাম না, আশা করি এতকিছুর পর তিনি একটু তেঁতুলের আচার চেখে দেখবেন কারণ এতে নাকি হজম ভাল হয়! তবে তেঁতুল দিয়ে তৈরি সব টক খাবার খেয়ে তার অবস্থাটা কি হয় এটাই দেখার বিষয়! এত টক খেয়ে তিনি কি "টকটকে" লাল হবেন, না নীল, হবেন না বেগুনী থুক্কু তেগুনি হবেন তার চিন্তা পাঠকদের হাতে ছেড়ে দিলাম!
©somewhere in net ltd.