![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
"এই হিমু লাগবনি ভাই হিমুওও?
যতডা লাগব ততডাই দিমু।"
কি বলেন ভ্রাতা হিমু আছে নাকি?
পুরান ডিলাররে জিগান আছেনি? কয়ডা লাগব আগে হেইডা কন আগে।
লোকে আপনার কাছ থেকে হিমু কিনতে আসে?
আহে মানে? এইডা একটা কথা কইলেন ভাইজান? সারাদিন ভিড় লাইগ্যা থাকে।
আচ্ছা, তাহলে ভিড় লাগার আগেই আমাকে সুন্দর দেখে একটা হিমু দিনতো।
দামীডা না কম দামীডা নিবেন ভাইজান?
দামীটা কত আর কম দামীটা কত?
আপনেরে দেইখ্যা মনে হইতাছে দামীডা নিবেন। কি ভাইজান ঠিক কই নাই?
হু। বাহ! কিভাবে বুঝলে যে আমি দামীটা নেবার জন্যই তোমাকে খুঁজছি ?
কইলাম না ভাইজান? এই হারুন হইল গিয়া পুরান ডিলার। কথা হুনলেই বইলা দিতে পারি কার কুনডা লাগব। এই লন আপ্নের লাইগা এই দামী হিমু। সবার কাছ থেইকা ৫০০ কইরা রাখি। কিন্তুক আপ্নেরে আপ্না মানুষ লাগতাছে। হের লাইগা ৩০০ কমে মাত্র ২০০ টেকা। অবশ্য আপ্নে ট্যেকা না দিলেও কিছু কমুনা। আপ্না মানুষের কাছ থাইকা আবার দাবী কিসের? হে হে হে হে।
আরে তাইতো। সুন্দর একটা কথা বলেছে ত । আপন মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেন। এক দিকে ভালই হলো। আমার পকেটেও কোন টাকা ছিল না। আবার আপনার মত একজন আপন মানুষও পেয়ে গেলাম। তার উপর এই পাঞ্জাবীটাও ময়লা হয়ে ঘামে গন্ধ বেরুচ্ছিল। আপনি বরং আমার এই পাঞ্জাবীটা রেখে দিন। আর আপন মানুষ হিসেবে আমি আপনারটা রেখে দিচ্ছি। আচ্ছা আমি এখন যাই।
O.o
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
কামরুননাহার কলি বলেছেন: হিমু কি ভাইয়া?