![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
সুন্দর কি বুঝতে না তাই
কত কিছু না করলাম।
বৃষ্টি ভেজা ফুলের সাথে,
উড়ে চলা ঐ মেঘের সাথে-
জোছনা মেলে ধরলাম।
লজ্জাবতীর লাজের সাথে,
নির্জেনেতে পাখির সাথে-
তোমার সখ্য গড়লাম।
উড়ে চলা এক ঘুড়ির সাথে,
ইচ্ছে ছিল তাইতো সেদিন-
তোমায় নিয়ে উড়লাম।
ঘোড়ার পিঠে চড়লাম।
তুমি এখন
উড়তে পারো,
চড়তে পারো,
হাজারটা রং
ধরতে পারো,
অন্য কারোর
হাতের সাথে
তোমার দুহাত
জড়তে পারো।
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য ++++
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
এমএম মিন্টু বলেছেন: তুমি এখন
উড়তে পারো,
চড়তে পারো,
হাজারটা রং
ধরতে পারো,
অন্য কারোর
হাতের সাথে
তোমার দুহাত
জড়তে পারো++++++++++