![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
সেই বিকেলে মাঠ ছিল
মাঠের পাশে ঘাট ছিল
বন্ধু সবে খেলা করি
বলটা হঠাৎ জাপটে ধরি
সবাই বলে, কি হল এ্যা?
আস্তে বলি, হিস পেল রে
সবাই হাসে, যা না তবে
অট্টহেসে উঠল সবে,
ঘাটের কাছে দৌড়ে গিয়ে
আহ কি শান্তি!
কিন্তু অমন কাজটি নিয়ে
ভুল কি ভ্রান্তি!
সব কিছুতেই ভেজা গরম
এ্যা মানে কি!?
ভিজতে গিয়ে তা যা শরম
এ্যা মানে কি!?
হঠাৎ করে চোখটা খুলি
চারদিকেতে সর্ষে ধূলি
মাঠও ছিল
ঘাটও ছিল
জাপটে ধরা বলও ছিল
কিন্তু ছিল কল্পনাত,
চাদর ভিজে চুপসে হল
তোষক কাঁথা খুব সে হল
কমের মাঝেও অল্প না যে ।
©somewhere in net ltd.