![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
ভাইসব, আজ থেকে শহরে তৈরি হবে বিশাল একদল খাদ্যসন্ত্রাসী । তারা যখন তখন চা, বিস্কুট, সিঙ্গারা, পরোটা ধরনের খাবার খেতে শুরু করবে যা আমাদের খাবার অনুভূতিতে আঘাত হানতে পারে । এদেখে কামভাবের মত আমাদের ক্ষুদাভাব জেগে উঠতে পারে । না না এ মেনে নেওয়া যায়না!
বন্ধ দোকান পাট বন্ধ! দোকান খোলা রেখে কিছুতেই অনাহারে থাকতে পারবোনা ।
কি? দোকান খোলা রেখে দরিদ্র কিভাবে থাকতে পারে? আরে ব্যাটা আমি কি আর গরীব নাকি? আমার আর তার মুখের স্বাদ এক হল নাকি? আমার মত সে দান খয়রাত করতে পারে? দূরদেশে গিয়ে পূণ্য নিয়ে আসতে পারে?
যাই হোক ভাইসব, আপনারা সন্ধ্যার আগ পর্যন্ত সকল খাবার দোকানে তালা ঝুলিয়ে দিন । নাহয় অবলা নারীদের মত দোকানপাট গুলোকেও কালো কাপড় দিয়ে পর্দা টানিয়ে অবলা করে দিন । যার খেতে ইচ্ছে করে তার প্রতিও আমাদের দয়া আছে । সে যেন লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে আসে । নাহলে কখন যে আবার কামভাবের মত ক্ষুদাভাব জেগে উঠতে পারে।
২| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:২৮
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: এইসব অনিয়ম দেখে সহ্য করতে পারিনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪২
বাংলার জামিনদার বলেছেন: করছেন কি !!! হো হো হো