![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
আব্বা, বাইরে কি হইছে? কিসের আওয়াজ হইতাছে?
শহরে মিলিটারি সেনা নামছে বাপ।
মিলিটারি! আব্বা আমার ডর করতাছে।
ডরাইসনা। তারা কেউর কিছু করতে পারবনা। আমাগোরে ডর দেখাইয়া চইলা যাইব।
ডর দেখাইব ক্যান আব্বা? আমরা কি করছি?
আমরা দেশ চাইছি। মুজিব সাব ৭তারিখ ভাষণ দিয়া কি কইছিল তোর মনে আছে?
ইকটু ইকটু মনে আছে। "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম" তাইনা আব্বা?
হ বাপ। মনে হইতাছে এইবার আমাগোর মুক্তি হইবই । আমরা নতুন একটা দেশ পামু।
নতুন দেশ পাইলে কি হইব আব্বা?
নতুন দেশ পাইলে? ভালা কাম কাজ পামু, বেশি ট্যাকা পামু, তরে একটা ভালা দেইখা ইস্কুলে ভর্তি করামু। মিলিটারিরা আর আমাগোরে ডর দেখাইতে পারবনা।
নতুন দেশ কেমনে পামু আব্বা?
কেমনে পামু জানিনা রে বাজান তয় দেশ পাইতে হইলে মনে হয় আমাগোরে তাগোর লগে যুদ্ধ করতে হইব।
মিলিটারির লগে মারামারি করতে হইব?
হ। দরকার লাগলে তাই করুম। আমাগোর দেশে তাগোরে আইসা ভাগ বসাইতে দিমুনা। তরা তরার দেশে যা, আমরার দেশে কি? আমগোর উপর খবরদারি করস ক্যান?!
আব্বা, মিলিটারি বলে মানুষ মাইরা ফালায়?
তরে এইসব কেডায় কইসে বাজান?
আমাগো ইস্কুলের মোতাহের স্যাররে আইজ সকালে মিলিটারি বাহিনী ধইরা নিয়া গেছে। সবাই কয় স্যাররে নাকি তারা মাইরা ফালাইছে।
আরে নাহ! মাইরা ফালানি কি অত সোজা? আর আমাগোরে মারতে আইলে আমরা কি বইয়া থাকুম? আমরাও যুদ্ধ করুম!
আব্বা, আমিও তোমার লগে_____
ঠক! ঠক! ঠক!
অই অত রাইতে কেডা ডাকস রে? আইজ আর রিশকা চালামুনা। বাপে ব্যাটায় মিল্যা গল্প করতাছি।
দাড়ওয়াজা খোলো, হাম পাকিস্তান মিলিটারি সে আইয়ী হে। ইধার ক্যোয়ী মুক্তি লোগ হে?
(২৫/০৩/২০১৫)
©somewhere in net ltd.