![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
আঠারোর্ধ কিশোরীটি আমার মুখে প্রিয় রং হলুদ শোনাতে ফোনের ওপাশে নাক ছিটকানোর শব্দ করলো ।
মুচকি হেসে তাকে বললাম, গাদা ফুলের ঘ্রাণ আমার ভাল লাগে ,
বসন্তের শুরুর দিকে কচি পাতার হলুদাভ আমার ভাল লাগে ,
হলুদিয়া পাখি আমার ভাল লাগে ,
হলুদ জামায় প্রিয়তমাদের দেখতে আমার ভাল লাগে,
হলুদ শাড়িতে সাতাশোর্ধ নারীকে দেখতে আমার ভাল লাগে ,
হলুদ ফতোয়ায় ছোট্ট শিশুটির বাবার হাত ধরে হেঁটে চলা দেখতে আমার ভাল
লাগে ,
পকেটবিহীন হলুদ পাঞ্জাবী গায়ে হিমু হতে আমার ইচ্ছে জাগে ,
নাম না জানা এক ছোট্ট হলুদ ফুলের কথা মনে পড়ে-
বুনো ওই ফুলটা একদিন এনেছিলাম এক প্রিয়ার তরে ।
এতসব ভাল লাগা শুনে কিশোরীটি নির্লজ্জের মত বলে উঠলো, জানেন? আজ আমি হলুদ জামা পরেছি।
©somewhere in net ltd.