![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
কি সব ধর্মানুভূতি না কিসের জন্য যেন সেদিন
ক্ষমতাবানেরা বাংলাদেশকে কানে ধরালো।
উৎসুক জনতার সামনে যখন বাংলাদেশ
কানে ধরে উঠবস করছিল তখন জনতার সে কি উল্লাস!
সেই উল্লাসের সাথে তালে তাল মিলিয়ে
কারা যেন স্লোগান দিতে শুরু করলো, জয় বাংলা!!
যেই জয় বাংলা শুনে আমার হৃদয় টগবগিয়ে উঠে,
রক্তে নাচন খেলে, স্বদেশ প্রেমে আমি উন্মাদ হয়ে যাই,
সেই জয় বাংলা ধ্বনিত হবার সাথে সাথে বাংলাদেশের কি যেন হলো।
কানে ধরে দাঁড়াতে গিয়ে ধুপ করে সে পরে গেল।
এবার লোকেদের আরো উল্লাস। আরো করতালি।
তাদেরই মধ্য থেকে কে যেন বলল, নাকে খত দে,
সেই সাথে সবে একসাথে বলে উঠল, হ হ নাকে খত দে।
ক্ষমতাবানেরা এবার বাংলাদেশকে দুবাহুতে ধরে মাটি থেকে উঠালো।
আর দাঁড় করিয়ে ইশারায় আদেশ করলো,
দুহাতে করজোড় করে মাফ চা ব্যাটা।
বাংলাদেশ তা ই করলো।
করজোড়ে তার জনগনের কাছে মাফ চাইলো।
উৎসুক জনগনেরা, চলুন আমরা সকলে বাংলাদেশকে মাফ না করে
আবার তার পাছাতে দুচারটা লাত্থি-ঘুষি দিই।
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের বারান্দায় দাঁড়িয়ে কানে ধরে উঠবস করা ওই স্কুলেরই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্যার, আপনি আমায় ক্ষমতা চিনিয়েছেন। এবার দয়া করে এদেশ ছেড়ে চলে যান।
©somewhere in net ltd.