![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
জনহীন এক মধ্যরাত্তিরে প্রেমিকা
ছলনা করে বলেছিল ভালোবাসি।
এই কথার যথার্থ বুঝতে পেরেছি ভেবে
কতকাল আমি কত পথের কিনারে হেঁটেছি,
কত নদী কত সাগর পেড়িয়ে
কত জনপদে গিয়েছি তার খোঁজে।
বার কয়েক ভালবাসি বলাতেই যেভাবে
মনের ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিড়ি জ্বলিত গলিত হয়েছে
তার লাভাতে ঝলসে যাবার পুরো অধিকার
এখনো ছলনা ঘেরা ভালবাসাকে দিয়ে রেখেছি।
তুমি চাইলেই মধ্যরাত্তিরকে পবিত্র করে
এসে জ্বলে যেতে পারো প্রিয়তমা।
©somewhere in net ltd.