![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
ভোরটাকে শোক মেখে যারা ঢেকে দিলো
হাসিমাখা রজনীর সুখ কেড়ে নিলো
তারা বুঝি জানতোনা আলোর ইতিহাস?
সাত কোটি জনতার বাঁচার প্রয়াস
লিখা হয়েছিল যার সাহস নিয়ে
আর ছিল প্রেম আর ভালবাসা দিয়ে
সেই তারে ব্যথা দিলো কোন সাহসে?
কোনখানে রোষ ছিলো কোন বা হুশে?
জাতি আজ খুঁজে ফিরে শুধু বারেবারে
যে মিশে ছিলো তার হৃদ মাঝারে।
ফিরে এসো পিতা তুমি ফিরে এসো ঘরে
তোমার বাংলা আজ গিয়েছে ভরে।
©somewhere in net ltd.