![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
মরণের লগে দরকষাকষি করে
আরকিছু না পেলে
শেষতক মরণেই ডুবে গেলে?
ওগো চিৎকারের সম্রাট তবে
কিকরে এতকাল এত গান গাইলে?
গান কি তোমারে
একবারও বাঁচতে বলেনি?
একবারও কি তোমার সাথে চলেনি?
নাকি ওইসব চিৎকার তোমার
মরণকেই শাসানো ছিল?
আরো আগেই বুঝি
মরণ আসতে চেয়েছিল?
তাই এইসব আকাশ পাতাল কাঁপিয়ে
তুমি যৌবনের গান গাইলে।
যৌবনকে এত সুখ দিলে
এত হাসি হেসে এত খেল খেলে
আর কিছু না পেলে
শেষতক মরণেই ডুবে গেলে?
©somewhere in net ltd.