![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
ভর দুপুরে ভরা পেটে
মাঠ ফাটে আর ঘাট ফাটে।
ছোট্টসোনা কি ভেবে কি
আপন মনে কাঠ চাটে।
উঠান জুড়ে ছন নাড়া।
ভর দুপুরে আয়েশ করে
ভরা পেটে ঢুলছে কিষাণ,
এদিক বধূর প্রাণহারা।
এই এদিকে রান্দো বাড়ো
এই ওদিকে ছন নাড়ো,
ছোট্টসোনা কান্দে নাকি
কি যাতা কাম সব ছাড়ো।
©somewhere in net ltd.