নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

কবিতা "আমাদের প্রেমটি"

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

আমাদের প্রেমটি হইবার আগে আমি আরো তিনবার প্রেমে পড়েছিলাম আর প্রেমিকা দুইবার।
তাই আমরা সিনিয়র প্রেমিক প্রেমিকার মত আলাপ করতাম।
কোনদিন উত্তেজিত হইলে কইতাম, আহহা প্রেমিকের লগে কিভাবে কথা কয় সেইটাও শিখো নাই?
আসো আজ বিকালে পার্কে বইসা চুমা খাই। প্রেম করলে চুমা খাইতে হয় সেইটা জানো নিশ্চয়।
তারপরে আমরা পার্কে যাইতাম
কসমেটিক্সের দোকানেও যাইতাম আর দামি দামি রেস্টুরেন্টে খাইতাম।
আমরা মাঝে মাঝে ঝগড়াও করতাম।
এইভাবে একদিন আমাদের প্রেমটি ভাইঙ্গা গেল।
আগের প্রেমিকাদের সাথে ঝগড়া হইয়া যেইভাবে প্রেম ভাইঙ্গা যাইত সেই রকম।
আমরা সিনিয়র প্রেমিক প্রেমিকার মত ব্রেকাপ পার্টি দিয়া আলাদা হইয়া গেলাম।
আমরা আর রাত্রে আলাপ করি না, সারারাত একলা জেগে রই।
আমরা আর বিকালে পার্কে যাই না, ভাতঘুমে সন্ধ্যা নামাই।
আমরা আর অযথা চুমা খাইনা, দূরে থাইকা জ্বালায় পুড়ে মরি।
আমরা আর দূরে থাকতে পারিনা, আমরা কাছে চইলা আসি।
সব ভুইলা আমরা আবার ভালবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

অবনি মণি বলেছেন: গুড।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: :)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

চানাচুর বলেছেন: এডা কোবতে? :-&

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: হ বাইসাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.