![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
নাম নিয়া আমরা যেন স্বৈরাচারী।
সাবধান মশায়, নাম ভুল করা চলবেনা।
যেই নামটি আমাদের নিজের না
এমনকি চাইলেই নাম পাল্টায়ে
রহিমুদ্দী থেকে রেমু আর
ধর্মপ্রসাদ কুমার থেকে ডিকে
হইয়া যাইতে পারি।
তাই বলে নামটি কি আমাদের প্রিয় না?
প্রিয় মানুষরা নাম ধইরা ডাকলে
কি আমরা খুশী হই না?
ভীড়ের মাঝে নিজের নামটি শুনে
এদিক ওদিক কি ফিরে চাই না?
চাইতো।
নামটি যেন আমাদের অলঙ্কারের মতন।
দেহের অলঙ্কার যেমন
নামটিকে তেমন মনে পরে রাখি।
সেই নামটিরে যে পছন্দ করে সে
যেন আমারেই পছন্দ করে।
আমিও তারে পছন্দ করতে চাই।
আজ থেকে আমার নামের দোহাই।
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: ভালোবাসা নিবেন, শুভ নববর্ষ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: ভালোবাসা নিবেন, শুভ নববর্ষ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ভালো লিখেছেন