![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
ভীষণ জরাগ্রস্ত বৃদ্ধটির কাছে জনৈক অদ্ভুত অচেনা এক লোক কই থেকে এসে বললো, আপনার আত্মাকে উঠায় নিয়ে যাবার জন্য আমাকে পাঠানো হয়েছে । আমি যমদূত । কি ভাই, মরতে চান তো? এই কথা শুনে বৃদ্ধ হাসতে হাসতে অদ্ভুত লোকটিকে বলল, যদি মরে যাবার ইচ্ছা থাকতো তাহলে এতকষ্ট করে শরীরে পঁচন রোগ নিয়েও এখানে পড়ে থাকতাম না । আরো ৬৯দিন আগেই ব্রীজের উপর থেকে ঝাঁপ দিতাম । আপনাকে যিনি পাঠিয়েছেন আপনি তার কাছে ফিরে যান এবং তাকে গিয়ে বলুন, মৃত্যু দেবার অধিকার যেহেতু তিনি রাখেন তাহলে জীবন দেবার অধিকারও তাঁর আছে। তিনি যেন আমার সুন্দর জীবনটি আবার ফিরিয়ে দেন । আমি আরো একশ বছর বাঁচতে চাই ।
মৃত্যুমুখে থেকেও বৃদ্ধের এমন আত্মবিশ্বাস আর এমন সাহসী কথা শুনে হতবাক জনৈক হেসে ফিরে গেল । কিছুদিন পরে একটা এ্যাম্বুলেন্স এসে বৃদ্ধটিকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল ।
তারপর । গত দুই বছর ধরে বৃদ্ধটি জনৈক যমদূতটিকে খুঁজছে । যে তাকে বাঁচতে সাহায্য করেছিল । বৃদ্ধের ধারণা কোন মানুষ এসে সেদিন তার সাথে ঠাট্টা করেছিল।
(১৫/০৪/২০১৪)
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নেন আপাতত ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ছিল!