![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।
ওহে কালো পলিথিন
আজকাল তোমার কত প্রয়োজন
অনুভূতির দেশে এখন শুধু
তুমি হও প্রিয়জন ।
সংখ্যা গুরুর ভিড়ে যে আরো
সংখ্যা লঘু আছে
অনুভূতির দেশ এই কথাটা
বেমালুম ভুলে গেছে।
ভর দুপুরে খিদা পেলে কভু
এদিক ওদিক করে
অনুভূতিরা জেগে যায় ভেবে
লঘু সব কাঁপে ডরে।
চুপেচুপে তাই নিজেরে তারা
পর্দা আড়াল রাখে
গুরুদের অনুভূতি জাগে ভেবে
নিজেরা উপাস থাকে।
তাইতো কালো পলিথিন দিয়ে
অনুভূতি গুলো মেপে
রাস্তা ধরে দ্রুত চলে যায়
কালো পলিথিন চেপে।
২৯ শে মে, ২০১৮ রাত ৮:৩৯
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: ব্যাপারটা নিয়ে ভেবে দেখেছেন? তারা কতটা অসহায় থাকে?
২| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: ব্যতিক্রম কবিতা।
++++
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭
সনেট কবি বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: এর আগে কেউ মনে হয় না কালো পলিথিন নিয়ে কবিতা লিখেছে।