নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

পাখির কবিতা

১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

একটা পাখি দূরে কোথাও
চৈত্র মাসের শেষ সকালে
ডাকছে বসে কুউ-কু কু-কু ।

উত্তর খোলা জানলার ধারে
শো শো করে বাতাস আসে
তার সাথে এক মিহি সুরে
চিরচেনা সেই ডাকটি ভাসে ।

যেন মায়ের মতন করে
একনাগাড়ে একই স্বরে
বারেবারে বলছে কথা ।
বহুদিন তার ডাক শুনিনি
আজকে যখন ডাকলে এখন
নাম ধরে তারে চিনতে পারিনি।

ভেবেছি তারে ময়না কিনা,
কাকের বাসায় ডিম পারে যে
এই নিয়ে কত তামাশা সবার
চতুর ময়না,
নিজের ঘরে ডিম পারে না ।

আর ভেবেছি বউ কথা কও ।
কী কথা কও আমায় বলো,
বসন্তদিন পাড় হয়েছে
এবার নাহয় মান ভেঙ্গো
আর সঙ্গে আমার চলো ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.