![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক শ্রেনীর ছাত্র, পাশাপাশি টুকিটাকি লিখালিখি করে চলেছি।
ইচ্ছা করে কাচের জানালা ভেঙে তোমায় নিয়ে পাখি হয়ে উড়ে চলে যাই সেই চরাঞ্চল-অনেক দিন আগে যাওয়া কাশিপুরে। যেখানে আসন্ন সন্ধ্যার করুণ সুগন্ধি স্নানিমায়, সুনীল আকাশের পটভূমিতে স্বেতা ফেনার বুদবুদ মেখে কেবলমাত্র নিজের আনন্দে নিজেরাই উড়ে বেড়াবো। তোমার গলায় গলা মিলিয়ে সন্ধ্যাকে বড্ড ভারী করে তুলব।
সেখানে আমাদের কোনো কর্তব্য নেই, কারো দাবী ও নেই। আছি শুধু তুমি,আমি আর সন্ধ্যা
©somewhere in net ltd.