নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

``মানুষ ভজিলে সোনার মানুষ হবি``

উত্তরীয় হাওয়া

লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ

উত্তরীয় হাওয়া › বিস্তারিত পোস্টঃ

#সময়ের_কাছে_হেরে_যাই!!!

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬



ঘড়ি না চললেও সময় চলে যায়। শুধু চলেই যায় না, হয়ে যায় চিরন্তন অতীত। এমনকি সেই চলে যাওয়া সময়কে স্রষ্টাও ফিরিয়ে আনেন না। কিন্তু সময়ের ভাজে ভাজে ঘটে যাওয়া অজস্র সুখ কিংবা বেদনার স্মৃতি ফিরে আসে, আবেগের উপর ভর করে কখনো সেই ফিরে আসা কল্পনীয় স্মৃতি উল্লাস দেয় কিংবা বেদনার গভীর কালো রংয়ে জীবনকে বিষিয়ে তোলে। কিন্তু সেটা সামান্য সময়ের জন্যে।

বাবা, মা মানব পার্থিব জীবনে শ্রেষ্ঠ স্বর্গীয় প্রাপ্তি। জগতের চিরাচরিত নিয়মে এরাও পরপারের ডাকে চলে যায় না ফেরার দেশে। আমরা আবেগ আর মমতার বাধনে হোচট খেয়ে কান্নায় ভেংগে পড়ি। একদিন, দুদিন, তিনদিন.......কাদতে কাদতে স্বাভাবিক হয়ে পড়ি। কেউ এত প্রিয় মানুষদের প্রস্থানে চিরদিনের জন্য মুহ্যমান, স্মৃতিকাতর হয়ে পড়ে না। যে ঐশী তার বাবা-মাকে নিজ হাতে হত্যা করেছিল সেও একদিন ভুলে যাবে তার সেই কলংকিত হত্যাকান্ডের কথা। তার স্মৃতি তাকে তাড়া করবে না সময়ের পরিক্রমায়।যদি এই বেদনা চিরস্থায়ী হতো তবে বহু আগেই পৃথিবী ধ্বংস কিংবা নিশ্চল হয়ে যেত। কেননা সমস্ত প্রাণীই বাবা-মাকে হারিয়েছে। পৃথিবী বিবর্ন হয়ে যেত। বিংব্যাংগের পূর্বাবস্থায় ফিরে যেত পৃথিবী। স্রষ্ঠা যে স্বাভাবিক চক্রের অবতারনা করেছেন তার সেই চক্রকে অস্বাভাবিক বলবার সাহস কোন সৃষ্টির নেই এবং থাকাও উচিত নয়।
যত ইস্পাত কঠিন মানুষই হউক না ক্যান সময়ের কাছে তারা বড় অসহায়। সময় কখন, কাকে, কোথায় দাড় করিয়ে দিবে সে সময়ই জানে বৈকি! যে পিতা সন্তানের জন্যে পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দিতে প্রস্তুত বলে সিংগায় ফু দিতে দিতে ক্লান্ত, সময় আর পৃথিবীর ফাদে পরে সেও একদিন লাপাত্তা হয়ে যায়। ভুল করেও তার স্মৃতি কোনদিন তাকে তাড়া করে না সন্তানের মোহময় মুখের অবয়ব । খুবই স্বাভাবিক ভাবে তার জীবন এগিয়ে চলে। এগিয়ে চলে বহুদুর।

চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। কথাটা একেবারেই অসত্য নয়। তাই মায়া, মমতা, ভালবাসাকে জীবিত রাখার একমাত্র শক্তিশালী মাধ্যম কাছাকাছি থাকা। কাছাকাছি থাকার ফলে পশুর মৃত্যুও মানুষকে কাদায়। আর প্রিয় মানুষদের কাছাকাছি অবস্থান সম্পর্ককে স্বর্গীয় করে তোলে। ধীরে ধীরে সময়ের অভিকর্ষ শক্তির প্রভাব হালকা হয়ে যায়। সময়ের পরিক্রমায় সময় ও জীবন দুইয়েই অপরাজিত থাকে। এভাবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, স্মৃতিকাতরতা, স্মৃতিহীনতার সাথে এগিয়ে চলে সহস্র প্রান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘড়ি না চললেও সময় চলে যায়।
শুধু চলেই যায় না, হয়ে যায় চিরন্তন অতীত।

.............. অতি বাস্তব কথা তবে,
চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়।
............................................. এটা সঠিক নয় ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.