নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি মনে হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৫

গত কয়েক দিন ধরেই খুব কাশি। এর আগে জ্বর ছিলো। গতকাল থেকে চোখে ইনফেকশন।

আই,ই,ডি,সি,আর-এর জরুরী নাম্বারে ফোন করলাম। আমি আক্রান্ত হয়েছি কি না তা চেক করানো দরকার। কিন্তু, অনেক চেষ্টা করার পরেও ফোন গেলো না। শেষে, এপোলো হাসপাতালের এই এপের শরণাপন্ন হলাম- view this link এটা দিয়ে নিজে নিজেই করোনা ভাইরাস আছে কি না তা চেক করা যায়। ফলাফল আসলো পজিটিভ!

গত কয়েক সপ্তাহে, বিদেশ ফেরত কারো সাথে যোগাযোগ না হলেও, একজন রোগীর সেবায় কয়েকবার হাসাপাতালে যেতে হয়েছিলো। সেইখান থেকেই কি সংক্রমণ হয়েছে? হবে হয়তো।

আমি এখন নিজের বাসায় আইসেলশনে। রুমের মাঝেই খাওয়া-দাওয়া করছি।

তবে, শরীর দূর্বল হলেও, মনটা সাংঘাতিক রকম শক্ত। ভালো হয়ে শীঘ্রই।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



সঠিক মতো, রেগুলার খাওয়াদাওয়া করেন; পরিস্কার পানি খান, রেষ্ট নেন, ভালো হয়ে যাবেন; আমাদের সবার শুভকামনা রলো আপনার জন্য।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঠিক আছে। আপনার কথাগুলো মেনে চলবো।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বেশি টেনশন হলে আপনি টেস্ট করিয়ে দেখতে পারেন । তবে সম্ভবত এটা করোনা নয় , সিজন চেঞ্জ এর কারণে এ ধরণের ফ্লু দেখা দিয়েছে । করোনা একটি মারাত্মক ধরণের নিউমোনিয়া এবং লক্ষণ কিছুটা অন্য ধরণের ।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: করোনা না হলে তো খুব খুশির খবর! কিন্তু, ডাক্তার ছোটভাইটা যে ভয় ধরিয়ে দিলো!

শুভেচ্ছা থাকলো।

৩| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

নতুন বলেছেন: এপসের কথায় ধারনা কইরেন না। যদি জ্বর না কমে এবং আরো অন্য কোন লক্ষন মিলে যায় তবে টেস্ট করানোর জন্য চেস্টা করুন।

করোনার লক্ষন গুলি কি কি সেটা সিডিসি বা হু এর ওয়েবসাইটে দেখুন।
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/if-you-are-sick/steps-when-sick.html
রেস্ট নিন, জ্বরের এবং কাশির জন্য সাপোটিভ ওষুধ খান।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, টেস্ট করানোর চেষ্টা করছি। লিংকের জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি পানি খাওয়ার সময়, পানিটাকে কুমকুম গরম করে নেবেন; সম্ভব হলে, গরম স্যুপ খান।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঠিক আছে। পানি গরম করে নিবো।

আবারো ধন্যবাদ।

৫| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: The main symptoms of coronavirus (COVID-19) are a high temperature and a new, continuous cough.
The main symptoms of coronavirus are:
a high temperature – this means you feel hot to touch on your chest or back (you do not need to measure your temperature)
a new, continuous cough – this means coughing a lot for more than an hour, or 3 or more coughing episodes in 24 hours (if you usually have a cough, it may be worse than usual)
To protect others, do not go to places like a GP surgery, pharmacy or hospital if you have these symptoms. Stay at home.

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: থ্যাংক ইউ, বড় ভাই।

ভালো থাকুন।

৬| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সিগনেচার নসিব বলেছেন: মানসিক শক্তি অনেক দুর এগিয়ে যেতে সহায়তা করবে। সঠিক পন্থা অবলম্বন করুন ।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা থাকলো।

৭| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

অদ্ভুত_আমি বলেছেন: আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুক ।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া কবুল হোক।

শুভেচ্ছা।

৮| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধূর ভাই... ফিল ফ্রি

ঐটা একটা বাকোয়াজ এপস!

আমি পর পর দুবার তথ্য দিলাম। সকল কিছূই নেগেটিভ দেবার পরো বলে করোনার মৃদু প্রভাব আছে!
=p~ =p~ =p~ =p~

তথ্য উল্টে পাল্টে দিলাম
ভাঙ্গা রেকর্ডের মতো একই তথ্য দিল! X((

এইরকম ক্রিটিকাল সময়ে এতো ফাইজলামি দেখি!

আপনি সমস্যা থাকলে জেনুইন মেডিক্যাল টেষ্ট সেরে নিন।
সুস্থ থাকুন।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তাই!!!!! দেখুন তো কি ভয় পেয়ে গিয়েছিলাম।

তবে, সিম্পটম দেখে, আমার ছোট ভাইও সাবধান করে দিয়েছে আমাকে।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য সবচাইতে বড়ো মেডিসিন হলো আপনার মনোবল। এটা ধরে রাখুন। যথাসম্ভব ব্লগিং করুন। বাসায় নেবুলাইজার না থাকলে কাউকে দিয়ে একটা নেবুলাইজার এবং এর জেনারেল মিকশ্চার কিনিয়ে ফেলুন। শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে এটা ব্যবহার করা যাবে।

খাবার খেতে হবে ঠিকমতো, যাতে শরীরের ইমিয়্যুন সিস্টেম ফল না করে।

একটা ম্যাট্রিক্স আছে, নীচে দিলাম। চেক করুন।



কিছু জরুরি নাম্বার এখানেও দেয়া আছে। ট্রাই করে দেখুন।



২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এগুলোর জন্যে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই মেনে চলে চলার চেষ্টা করবো। তবে, ফোন নাম্বারে কল করলে ঢুকছে না!

ভালো থাকুন নিরন্তর।

১০| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সাধারণ সর্দি জ্বর হতে ও পারে। দুঃশ্চিন্তার কারণ নেই। সময়টি কিন্তু সর্দি কাশির সময়। ঋতু পরিবর্তন হচ্ছে এ সময় এ জাতীয় সমস্যা হতেও পারে।এরপরও আপনি ইচ্ছে করলে করোনা টেস্ট করিয়ে নিতে পারেন। এখন টেস্ট করার পর্যাপ্ত ব্যবস্থা নাকি নেওয়া হচ্ছে, টিভি মিডিয়াতে ফ্লোরা ম্যাডাম বলতে বলতে নাকে মুখের ফেনা বের করে ফেলছেন। আমি প্রতিদিন শুনছি এবং মুখস্ত করার চেষ্টা করছি।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সাধারণ রোগ হলে তো ভালোই হয়! বেঁচে গেলাম।

ভালো থাকুন।

১১| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন: আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুক ।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া যেন কবুল হয় এই কামনা করছি।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




ওসব পরীক্ষার শতভাগই পারফেক্ট নয়। ফলস পজেটিভ দেখাতেই পারে। এজন্যেই সেকেন্ড ও থার্ড অপিনিয়নে যেতে হয়। আর এ্যাপসের রেজাল্টে তো গড়বড় হতেই পারে।

আপনার খারাপ কিছুই হয়নি। সাবধানে থাকুন।
ইনশাআল্লাহ দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই,

দুঃসময়ে ভালো পরামর্শের জন্যে অনেক ধন্যবাদ। আপনার কথা যেন কবুল হয় এই কামনা করি।

শুভেচ্ছা নিরন্তর।

১৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩

কানিজ রিনা বলেছেন: বেশী লেবুর পানি খান, একটু গরম পানি
হলেই চলবে সাথে সাদ মত লবন দিন।
এটা আপনার সর্দীকাশী একটু বেশী হলে
গলা ব্যাথা হয়। জ্বর থাকলে প্যারাসিটামল
খান। কমলালেবু জাম্বুরা ভিটামিন সি জাতীয়
ফল খান ঠিক হয়ে যাবে। সুস্থতা কামনা।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মধু আর লেবু দিয়ে গরম পানি পান করছি। ফলাফল ভালো।

অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:২২

বিষাদ সময় বলেছেন: আমার মনে হয় না করোনা............ আর আল্লাহ না করুক যদি হয়ও আপনার যা বয়স তাতে করোনা অচিরেই কুপোকাত হবে ইনশাল্লাহ । আল্লাহ আপনার সহায় হোন...............

করোনা ভাইরাস সম্পর্কিত সাহায্যের জন্য
IEDCR এর Hotline: 10655 and 01944333222
Facebook Page: Iedcr,COVID-19 Control Room
Email Address: [email protected]

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মজার কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ। :) বুকে বল পেয়েছি।

ভালো থাকুন নিরন্তর।

১৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:৩২

মাহমুদুর রহমান বলেছেন: চাঁদগাজী বলেছেন:



সঠিক মতো, রেগুলার খাওয়াদাওয়া করেন; পরিস্কার পানি খান, রেষ্ট নেন,আল্লাহর রহ'মতে ভালো হয়ে যাবেন; আমাদের সবার শুভকামনা রলো আপনার জন্য।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, উনি ঠিক বলেছেন।

ভালো থাকুন, ভাইটি।

১৬| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: যারা ইয়ং এবং সুস্থ সবল, তাদের তেমন ভয় নাই। ডাক্তারের পরামর্শ মাফিক ঔষধ কগন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, আমার বয়স হয়েছে। :) তাই, ভয়টা সেখানেই।

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

১৭| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:২২

টোনাল্ড ড্রাম্প বলেছেন: https://www.youtube.com/watch?v=zwiS37SYE6
এখানে কিছু গাইডলাইন পাবেন

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঠিক আছে। লিংকে গিয়ে দেখবো। ধন্যবাদ।

ভালো থাকুন।

১৮| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩

টোনাল্ড ড্রাম্প বলেছেন: https://www.youtube.com/watch?v=zwiS37SYE6k

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আবারো ধন্যবাদ।

১৯| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: কিচ্ছু হয়নি। কোনো ভয় নেই।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার কথা যেন ঠিক হয় এই কামনা করি।

ভালো থাকুন নিরন্তর।

২০| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:০১

মা.হাসান বলেছেন: কম খরচে আত্মহত্যায় সহায়তা করা হয় লিখে বিজ্ঞাপন দিতে পারেন।
আপনার বাসা কোন এলাকায়? আপাতত কয়েকদিন ঐ দিকে যাবো না।

দেশে এত ডাক্তার , কিছু তো রপ্তানীও করা যায়।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা! হা! হা! ভালো বলেছেন! আমার বাসা ধানমন্ডি এবং মোহাম্মদপুরের মাঝখানে।

ভালো থাকুন নিরন্তর।

২১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাশ হবেন না যদি মোমেন হন
আশা করি আপনার কিছুই হয়নি।
শিঘ্র সুস্থ্য হয়ে উঠবেন ইনসাআল্লাহ।
খোদার উপর ভরশা রাখুন।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি আমার স্ত্রীকে বলেছি-

''যদি এই ভাইরাস আল্লাহর গজব হয়, তাহলে আমাদের কিছু হবে না।
আর, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, তাহলে কেউই রেহাই পাবে না।''

শুভেচ্ছা নিরন্তর।

২২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১:০৬

ডঃ এম এ আলী বলেছেন:
আমি বিশ্বাস করি আপনি করোনা ভাইরাস সম্পর্কিত
বিষয়গুলি নিয়ে খুবই সচেতন একজন মানুষ্ ।
আপনার সর্বাঙ্গীন সুস্থতার জন্য আমাদের দোয়া রইল।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন এই কামনা করি, শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই।

ভালো থাকুন নিরন্তর।

২৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ২:৫৫

শের শায়রী বলেছেন: ঐ এ্যাপ্সে আমি সব কিছু নেগেটিভ দেয়ার পরো আমাকে উচ্চ রিস্কে দেখাইছে =p~ মজার খেলা বানাইছে B-)

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মানুষের বানানো জিনিস তো। তাই, একটু গড়বড় করছে।

ধন্যবাদ নিরন্তর।

২৪| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আজ আপনি কেমন আছেন? আপনার পরিস্থিতি কি?

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আবার এসে খবর নেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

জী, আজ অনেক সুস্থ্য বোধ করছি। বাইরের আজকের দিনটা খুব সুন্দর ঠেকছে।

ভালো থাকুন নিরন্তর।

২৫| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৭

কালো যাদুকর বলেছেন: কেমন আছেন এখন?

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, আজকে বেশ ভালো বোধ করছি। চোখের ইনফেকশনটা কমে এসেছে।

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

২৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:২০

অদ্ভুত_আমি বলেছেন: কেমন আছেন আজ? আশা করি সুস্থ আছেন ।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ভালো বোধ করছি। অফিস করছি বাসা থেকে।

অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্যে।

ভালো থাকুন নিরন্তর।

২৭| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১০

ঝায় বলেছেন: it is quite normal to experience stress during the pandemic time. Coping With Coronavirus Stress And Anxiety. Check out what Dr. Lubhana Malik is advised for us. here!

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইজান, আমি তো ইংরেজি বুঝি কম।

বাংলায় কন কি হইছে। :)

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.