নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনার বেতন কত?

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৪



ছেলেদের বেতন আর মেয়েদের বয়্স জিজ্ঞেস করা আমাদের সমাজে ভব্যতার বিরোধী...আমিও এই নীতি মেনে চলার চেষ্টা করি...

কিনতু, কিছু দিন আগে, ফার্মগেটের 'রিক্সা প্রবেশ নিষেধ' সাইনবোর্ডটার উপর হেলান দিয়ে উদাস নয়নে দাঁড়িয়ে থাকা এক তরুণ আনসারকে দেখে কেন যেন এই প্রশ্নটা করে ফেলেছিলাম। হয়তো আনসারদের সম্পর্কে স্বাভাবিক একটি কৌতূহল বোধ থেকেই এই জিজ্ঞাসা করে ফেলা - ''আপনার বেতন কত?''।

প্রশ্নটি শুনে তরুণ আনসারটি মনে হয় লজ্জা পেলো। উত্তরে বললো-্''ভাই, জাইনতে পারি কি জইন্যে?''

তার প্রশ্নের উত্তরে আমি যখন জানালাম আমার কৌতূহলের কথা, তখন মনে হয় সে একটু ধাতস্থ হলো। জানালো যে, এখন তাঁরা ১২,৫০০ টাকা পান, সে সাথে মাসে ২৮ কেজি চাল আর ২৮ কেজি গম দেয়া হয় রেসন হিসেবে। হিসেব কষে দেখলাম, ভালোই তো! তাহলে শুধু শুধু কেন বেচারারা রিক্সাওয়ালাদের কাছ থেকে তারা টাকা-পয়সা নেন প্রায়শঃ-ই!

প্রশ্নটা মনে হতেই আবার শুধালাম- ''আপনি এ নিয়ে খুশি তো?''

''খুশি হইমু না কেন!'' আনসার যুবকের উত্তর। ''কত পোলাপানই তো চাকরী না পাইয়া পথে পথে ঘুরতাসে। তাগোর চেয়ে আল্লাহ তো অনেক ভালা রাখছে আমারে।''

এমন উত্তর আশা করিনি। তাই, কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্যে। যুবকটি এক গাল হেসে আমার হাতটি ধরলো।

আসার পথে মনে হলো আরো একবার পিছু ফিরে দেখি লোকটাকে। কেন যেন তা করলাম না। মনে মনে তাই ছবি আঁকলাম একজন আনসারের হাঁসি মুখ। হয়তো সে রোদে পোড়া সারা দিনের ডিউটি শেষে ক্লান্ত ঐ সন্ধ্যাবেলায় বেজার মুখ করা কোন যুবক নয় আর এখন।......সে রকমই কোন কিছুর মহান একটি আশা নিয়ে বাড়ির পথে রওনা হলাম হাঁসি মুখে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমান দিনে বেতন গোপন রাখা যায় না ।
গোপন রাখা যায় কেবল দুর্নীতি আর ঘুষ।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কোন কিছু গোপন রাখাই আসলে সম্ভব নয় এখন। প্রকাশ করতে দরকার এক রাশ সদিচ্ছা। আনসারটির সে সদিচ্ছা ছিলো।

ধন্যবাদ নিরন্তর।

২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক জন সরকারি ডাক্তারের বেতন কত ?
সবাই জানে।
এক জন ইঞ্জিনিয়ারের বেতন কত?
সবাই জানে।
একজন ম্যাজিস্ট্রেটের বেতন কত?
সবাই জানে।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বেতনটাই আসলে মূখ্য নয়। দরকার আত্ম-তৃপ্তি।

ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আমার কোনো বেতন নাই। আমি বেকার।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার ইমেইল আই,ডি- [email protected]

ভালো থাকুন নিরন্তর।

৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় !

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।

৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে না দেখে চিন্তিত ছিলাম।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, ভালো আছি। ধন্যবাদ। ল্যাপটপে একটু সমস্যা হয়ে গিয়েছিলো।

আপনার শরীর এখন কেমন?

৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইজ্জত যায়না ধুইলে
খাইছলত যায়না মরলে।।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মানুষ পরিবর্তনশীল। এর জন্যে ইচ্ছে লাগে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, সবাই ভালো থাকুন।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

শুনে সত্যি খুব খুশি হলাম।

ভালো থাকুন নিরন্তর।

৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: রেশনের জন্য মনে হয় বেতন থেকে টাকা কাটে। যাই হোক তারপরও সে সরকারী চাকরি করে। বিয়ের বাজারে মূল্য বেশী। স্থায়ী চাকরী। বরিশালে একটা কথা আছে ' মোর বাড়ি বরিশাল, মোর দাদা চহিদার, মোরা আইনের লোক, মোরে ছেন?

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বেশির ভাগ মানুষই অভাবের তাড়নায় চুরি করে, সে যে জায়গারই লোক হোক না কেন।

শুভেচ্ছা অনেক।

৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই, আমাদের যার যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত :)

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সত্যিই তাই। অনেক ধন্যবাদ।

১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধন্যবাদ, ভাইটি। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.