নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শুভ যেথা এসে বুক ফুলিয়ে দাঁড়ায়, অশুভ সেথা হতে দৌড়ে অন্ধকারে পালায়

০১ লা মে, ২০২০ রাত ৯:২৪



আলো আর অন্ধকারের মাঝে পার্থক্য কোথায়? আলো একটি শক্তি, এটা আমরা সবাই জানি। প্রশ্ন হচ্ছে, অন্ধকারও কি একটি শক্তি? যদি তা-ই হবে, তাহলে অন্ধকারের উপর আলো ছুড়ে দিলে যেমন অন্ধকার দূরিভুত হয়, তেমনি আলো'র উপর অন্ধকার ছুড়ে দেওয়া যায় না কেন? আলোক রশ্মি ছুড়ে দেওয়ার জন্যে যেমন টর্চ লাইট আছে, তেমনি অন্ধকার ছুড়ে দেওয়ার জন্যে তেমন কোন জিনিস আছে কি? নেই।

একটি উদাহরণ দেই। রাতের বেলা পথ চলছেন আপনি। চারদিক ঘুটঘটে অন্ধকার। পকেটে থাকা টর্চ লাইট-টি জ্বালিয়ে অন্ধকারে ফেলার সাথে সাথে বেশ কয়েকটা পথ আলোকিত হয়ে উঠলো। কখনো লক্ষ্য করেছেন কি যতটুকু জায়গায় আলো ফেলা হয়, তার ঠিক আশে-পাশেই অন্ধকারের উপস্থিতি থাকে? থাকবেই তো। যেখানে আলো সেখানে অন্ধকার থাকে কি করে? প্রশ্নটা কি এভাবে দাঁড় করানো যায় যে--- আলোর অনুপস্থিতিই অন্ধকারের কারণ?

সেই আদ্দ্যিকাল থেকেই 'আলো' হচ্ছে শুভবুদ্ধির প্রতীক আর 'অন্ধকার' অশুভের। মানবসমাজে শুভ-অশুভের লড়াইয়ে 'আলো' আর 'অন্ধকার'-কে যদি রুপক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে উপরের আলোচনাকে এখানে টেনে আনা যাবে কি? অন্ধকার যদি কোন শক্তি না হয়ে থাকে, তাহলে অশুভও কোন শক্তি হতে পারে না। অন্ধকার যেমন আলোকের অনুপস্থিতির ফলে সৃষ্ট, তেমনি অশুভও সমাজে শুভ বুদ্ধির অভাবে দেখা যায়।

সমাজের ক্ষুদ্র একক মানুষও এর ব্যতিক্রম নয়। আপন সত্ত্বার মাঝে শুভ-অশুভের যে চিরন্তন লড়াই, তাতে কখনো সে শুভবুদ্ধির দাঁড়া চালিত হয়, আবার কখনো অশুভবুদ্ধির চোখ-রাঙ্গানীর কাছে চরম ভাবে ধরাশায়ী হয়। আচ্ছা, অন্ধকারকে দূর করার জন্যে যেমন টর্চ আছে, অশুভকে দুড়ে ছুড়ে ফেলার জন্যে মানুষের কাছে তেমন 'টর্চ' থাকলে কেমন হতো? মানব জীবনে যখনই অশুভের উৎপাত, তখনই সেই টর্চ অন, সাথে সাথে অশুভের পলায়ন!

মন্দ হয় না তেমন একটি টর্চ হাতে পেলে।


ছবিসূত্রঃ সাস্টের এক ছোট ভাইয়ের ফেবু ওয়াল থেকে নেওয়া

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: কেউ কেউ মরে যায় মরার আগেই
ঝরাপাতা ঝরে যায় খরার আগেই!

২| ০২ রা মে, ২০২০ রাত ৩:৩৫

নেওয়াজ আলি বলেছেন: দেশ এখন চাউল আর তেল বেশী এইসব দেখার লোক নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.