নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে\'র দিন আমি যে সুস্বাদু স্মোকড ফিস রান্না করে নিয়ে আসবো! :) 8-|

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭



ব্লগের প্রিয় খাদ্য রসিকগণ,
আমার আম্মু যেসব ডিশ রান্না করেন, সেগুলোর মাঝে স্মোকড ফিস আমাদের সবার কাছে খুবই প্রিয়। আমার স্ত্রী আম্মুর কাছ থেকে শিখেছেন তা কীভাবে তৈরী করতে হয়, আর আমার স্ত্রী থেকে জেনে এই ডিশের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিজে কখনো এই ডিশটি তৈরী করিনি এখনো, তবে খেয়েছি অনেক। তাই, বলতে পারি, আপনাদের বেশ লাগবে এই ডিশটি খেতে!

এই ডিশটি'র জন্যে উপকরণ যা যা লাগবেঃ

১) ইলিশ মাছ - ১টি (১.৫ কেজি)
২) সিদ্ধ আলু ভর্তা - ২৫০ গ্রাম
৩) পেয়াজ বেরেস্তা - ১ কাপ
৪) লেবুর রস - ৩ টেবিল চামচ
৫) কাঁচা মরিচ কুচি - ১ টেবিল চামচ
৬) ধনিয়া পাতা কুচি - ১ টেবিল চামচ
৭) লবণ - ১ চা চামচ
৮) চিনি - ১ টেবিল চামচ
৯) ফেটানো ডিম - ১টি
১০) টমেটো সস - ২ টেবিল চামচ
১১) বেড ক্রাম্বস / টোস্ট বিস্কিটের গুড়ো) - ১ কাপ
১২) ভাজা জিরা গুড়া - ১ চিমটি
১৩) গুল মরিচের গুড়া - ১ চিমটি
১৪) সয়াবিন তেল - অর্ধেক কাপ

১ম পর্যায়ঃ
ইলিশ মাছের মাথার কাছে একটু কেটে প্রথমে পেটের ময়লা পরিষ্কার করে আঁশ ফেলে দিতে হবে।

২য় পর্যায়ঃ
মাছের সাইজ থেকে বড় পাতিলে মাছ ডুবে যায় এমন পানি নিয়ে ৫ মিনিট আগুনের মাঝারী আঁচে মাছ সিদ্ধ করতে হবে। এরপরে, পানি থেকে মাছটি তুলে ফেলতে হবে।

৩য় পর্যায়ঃ
মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত কংকালটা আস্ত রেখে পুরো মাছটির গা থেকে 'মাংস' উঠিয়ে ফেলতে হবে। এরপরে, সাবধানে মাছের সেই 'মাংস' থেকে ছোট ছোট কাঁটা বেঁছে ফেলতে হবে। তবে, অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মাছের মাথা থেকে লেজ পর্যন্ত মূল কংকালটা অক্ষত থাকে নিচের ছবির মতো। পিঠের ও পেটের ডানা রেখে দিতে হবে। এগুলো ৬ষ্ঠ পর্যায়ে কাজে লাগবে।



৪র্থ পর্যায়ঃ
বড় একটি বাটিতে বেছে রাখা মাছের 'মাংস'-গুলো রাখতে হবে। এরপরে, পেয়াজ বেরেস্তার সাথে চিনি মাখিয়ে সেই মাছের মাংসগুলোর উপরে রাখতে হবে। বেড ক্রাম্বস ও ডিম বাদে বাকি সব উপকরণও মাছের সেই মাংসের উপর রাখতে হবে। এরপরে, সব কিছু একসাথে মাখিয়ে ফেলতে হবে এমন ভাবে যেন তা ঝুরঝুরা থাকে। হাল্কা হাতে মাছের মাংসের সাথে উপকরণগুলো মাখানোর সময় লক্ষ্য রাখতে হবে সেগুলো যেন আলুর ভর্তার মতো নরম না হয়ে যায়। এই পর্যায়ে, মাছের এই মাখনিটাকে 'ঝুরঝুরা' নাম দেওয়া যাক।

৫ম পর্যায়ঃ
সেই ঝুরঝুরাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। মাছের কংকালের উপর এক পাশে এক ভাগ ঝুরঝুরা দিয়ে পা থেকে লেজ পর্যন্ত চেপে চেপে মাছের শেইপ দিতে হবে। এবারে, এই এক পাশে ফেটানো ডিম লাগিয়ে বেড ক্রাম্ব মাখিয়ে দিতে হবে। এরপরে, খুব সাবধানে সেই ঝুরঝুরা-সহ মাছের শেইপটা উল্টে কংকালের অপর পাশে একই ভাবে ঝুরঝুরা লাগিয়ে দিতে হবে। তারপরে, একই ভাবে সেই অপর পাশে ফেটানো ডিম লাগিয়ে বেড ক্রাম্ব মাখুন।

৬ষ্ঠ পর্যায়ঃ
পিঠের এবং পেটের ডানা লাগিয়ে দিয়ে নিচের ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিতে হবে। এখানে লক্ষণীয়, উপরের ফ্রিজ বলতে আমি 'ডিপ ফ্রিজ' আর নিচের ফ্রিজ বলতে 'নরমাল টেম্পারেচারের ফ্রিজ' বুঝিয়েছি।

৭ম পর্যায়ঃ
২ ঘণ্টা পরে বড় ফ্রাই প্যান অথবা স্টিলের থালে চা কাপের ১/৪ ভাগ তেল অল্প আঁচে গরম করে পুরো মাছটির এক পাশ হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত ভেজে ফেলতে হবে। এরপরে, উল্টিয়ে অপর পাশটিও ভেজে ফেলতে হবে বাকি তেল দিয়ে।

৮ম পর্যায়ঃ
দুই পাশ ভাজা হয়ে গেলে যে ডিশে পরিবেশন করবেন, তাতে পেঁয়াজ - কাঁচা মরিচসহ উপরে দেওয়া ১ম ছবির মতো সাজিয়ে নিতে হবে।


ব্যাস! তৈরি হয়ে গেলো সুস্বাদু স্মোকড ফিস!!! এই ডিশটি পোলাও-এর সাথে ভালো লাগলেও ভাতের সাথে খেতে মন্দ লাগে না!!!


এই রেসিপি ভালো লাগলে আমাদের জানতে ভুলবেন না যেন!!!













মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার সুস্বাদু স্মোকড ফিস খাওয়ার জন্য হলেও ব্লগ ডে মিস করা যাবেনা এবার।

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক ধন্যবাদ, প্রিয় মোহাম্মদ গোফরান ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৫

পেঁংকু বঁগ বলেছেন: B:-/

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

অপ্‌সরা বলেছেন:

আমি এটা আনবো!!!!!!!!!

আমি বানাইতি!!! :)


২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওয়াও!!!!!
হেভভি হবে!!!!

অনেক ধন্যবাদ, আপুনি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: এই রেসিপিতে অনেক দিকদারি। কিন্তু এটা খেতে সুস্বাধু হবে এ বিষয়ে আমি নিশ্চিত।

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দারুণ খেতে!!!

আমার খুবই প্রিয়।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০১

জুল ভার্ন বলেছেন: রেসিপি পড়েই অর্ধ ভোজন ❤️

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টেস্ট নেওয়ার আমন্ত্রণ থাকলো।

শুভেছা নিরন্তর।

৬| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার পছন্দের আইটেম। বরের প্লেটে সাজিয়ে ছিল বড় আপা খালার বিয়েতে সেই ১৯৯৪ সালে। সেই থেকেই লোভ লাগে। ছোট ছোট চিপ্স দিয়ে মাছের আঁশের আদল করা যায়।

আমি যাচ্ছি বিয়ে বাড়ির জর্দা নিয়ে।
আমার পছন্দের আইটেম। বরের প্লেটে সাজিয়ে ছিল বড় আপা খালার বিয়েতে সেই ১৯৯৪ সালে। সেই থেকেই লোভ লাগে। ছোট ছোট চিপ্স দিয়ে মাছের আঁশের আদল করা যায়।

আমি যাচ্ছি বিয়ে বাড়ির জর্দা নিয়ে।

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব ভালো হবে। আপনার আইটেম খাবার স্টলের মান বাড়িয়ে দিবে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি ব্লগ'ডে উপলক্ষে কয়টি স্মোকড ইলিশ করার কথা ভাবছেন?

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



১০-১৫টা হলেই এনাফ বলে মনে করি।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: খাবার কাচ্চি বিরিয়ানী হলে ভালো। সকল ধর্মের লোকের প্রিয়। একটা সার্বজনীন ভাব থাকবে।

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কাচ্চি বিরিয়ানি হলে জোস হবে।

ধন্যবাদ নিরন্তর।

৯| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:



আপনি ব্লগ'ডে উপলক্ষে কয়টি স্মোকড ইলিশ করার কথা ভাবছেন?

ব্লগার ১০০-৩০০ এর বেশী হবে বলে মনে হয়না। সেক্ষেত্রে সর্বনিম্ন ৫০ টি ইলিশ তো লাগবে।


টোট্যাল - ৫০ - কেজি ইলিশ।

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইনভাইটেশন কার্ড করলে আর ইনভাইটেশন ওনলি করলে ২০-২২-জন ব্লগারের বেশি হবে না। ;)

ধন্যবাদ নিরন্তর।

১০| ২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নেওয়াজ আলি বলেছেন: ইয়ামি ইয়ামি :D । যদি সুস্থ থাকি তাহলে আসবো।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমিও আসবো। :)

শুভেচ্ছা নিরন্তর।

১১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: যা বুঝলাম রান্না করতে কয়েক ঘন্টা লাগবে এই ডিস কিন্ত খেতে দশ মিনিট বা তার চাইতেঈ কম :-&

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পেটে খেলে পিঠে সয়। সময়ে লাগলেও খাওয়ার সময়ে কষ্টের কথা মনে থাকে না।

ধন্যবাদ।

১২| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাথা ও লেজ হালকা করে ভেজে নিতে হবে । সে ক্ষেত্রে সুতো দিয়ে আবার বেধে পরিবেশন করতে হবে । তা না হলে দেখতেই কাচা লাগছে ।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কাঁচা লাগলেও আসল অংশ ভাজা। তাই, মন্দ লাগে না।

ধন্যবাদ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০১

প্রামানিক বলেছেন: দারুণ খাবার

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, প্রামানিক ভাই। খুবই উপাদেয় পদ এটি।

খাওয়ার দাওয়াত থাকলো বাসায়।

শুভেচ্ছা নিরন্তর।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রেসিপি। ব্লগ ডে সফল হোক ।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.