নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

উদ্যোক্তাদের সম্পর্কে ২২টি তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন!

০৫ ই মে, ২০২৩ রাত ১২:০৫



আপনি উদ্যোক্তা হতে চান। কিন্তু, উদ্যোগ বা নতুন ব্যবসা শুরু করার আগে আপনার কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন। আজ আমি এমন কিছু তথ্য আপনাকে দিবো যাতে আপনার ভবিষ্যৎ উদ্যোক্তা জীবন সহজ হয়ে যায়।

১) উদ্যোক্তারা কেন ব্যবসা শুরু করেন আপনি জানেন কি? আসলে, বেশির ভাগ উদ্যোক্তা বাজারে কি প্রয়োজন তা না বুঝে, বরং, 'ঝোপ বুঝে কোপ' মারার ফন্দি-ফিকির করেন। সেজন্যে, অনেকেই ব্যর্থ হোন।

২) একজন সফল স্টার্টআপ প্রতিষ্ঠাতার গড় বয়স ৪৫ বছর। যদি, আমি ব্যবসা শুরু করি ২১ বছর বয়স থেকে।

৩) ৫০% এরও বেশি স্টার্টআপ তাদের অপারেশনের প্রথম পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে আমার বর্তমান ব্যবসা শুরু করার সাড়ে তিন বছর পরে এসে আমার উদ্যোগ সফলতার মুখ দেখছে।

৪) ৬৯% উদ্যোক্তা ঘরে বসেই তাদের ব্যবসা শুরু করেন। আমার ব্যবসাটাও ঘরে বসেই শুরু হয়েছিলো।

৫) আমার মতো উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার সবচেয়ে বড় কারণ হলো নিজের বস নিজেই হওয়ার ইচ্ছা।

৬) এখন পর্যন্ত একজন সফল উদ্যোক্তা হিসেবে আমার যেসব বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তা হচ্ছে- সংকল্প, আবেগ এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছা।

৭) ৭৭% ছোট ব্যবসার মালিক প্রতি সপ্তাহে ৫০ ঘন্টার বেশি কাজ করার রিপোর্ট করে। যেমন- আমি।

৮) ছোট ব্যবসাগুলোর ব্যর্থতার প্রধান কারণ হল এইসব প্রতিষ্ঠানের মালিকের হাতে নগদ টাকা থাকে না। সব সময়ই তাদের নগদ টাকার ঘাটতি থাকে। তাই, ব্যবসা শুরু করার আগে আপনাকে যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে।

৯) একটি নতুন ব্যবসা শুরু করতে গড় সময় লাগে প্রায় ছয় মাস। আপনি যদি এক্ষেত্রে একজন উকিলের সাহায্য নেন, তাহলে তা ১ মাস্যা নামিয়ে আনা সম্ভব।

১০) যেসব উদ্যোক্তারা একটি পরিকল্পনা নিয়ে তাদের ব্যবসা শুরু করেন তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের চেয়ে যারা কোন পরিকল্পনা করেন না।

১১) উদ্যোক্তাদের জন্য তাদের ব্যবসায় অর্থায়নের সবচেয়ে সাধারণ উপায় হলো- ব্যক্তিগত সঞ্চয়।

১২) যে সকল উদ্যোক্তারা মেন্টরিং পান তাদের সফল ব্যবসা শুরু করার সম্ভাবনা অন্যদের চেয়ে তিনগুণ বেশি।

১৩) ৭০% এরও বেশি ছোট ব্যবসা ব্যক্তি বা একক মালিকানা দিয়ে পরিচালিত হয়।

১৪) স্টার্ট-আপগুলোর মাত্র ৩% নারী দ্বারা প্রতিষ্ঠিত।

১৫) ৪০% ছোট ব্যবসা লাভজনক, ৩০% ব্রেক ইভেন, এবং ৩০% লোকসান নিয়ে কাজ করে যায়।

১৬) ৬৯% উদ্যোক্তা তাদের ব্যবসা পরিচালনা করতে অনলাইন টুল ব্যবহার করেন।

১৭) সাম্প্রতিক বৈশ্বিক মহামারীটি বিশ্বে উদ্যোক্তা বৃদ্ধি করেছে, অনেক লোক চাকরি হারানো বা অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে ব্যবসা শুরু করেছে।

১৮) নগদ টাকার প্রবাহ সমস্যার কারণে ৮২% ছোট ব্যবসা ব্যর্থ হয়।

১৯) বাংলাদেশে একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতার গড় মাসিক বেতন ৭০,০০০ টাকা।

২০) বেশিরভাগ বাংলাদেশী স্টার্টআপ প্রযুক্তি ব্যবসার উপর ভিত্তি করে গরে উঠেছে। সেজন্যে, ই-কমার্স, ফিনটেক এবং এডটেকের মতো সেক্টরগুলি বিশেষভাবে জনপ্রিয়।

২১) অনেক বাংলাদেশী উদ্যোক্তা তরুণ এবং উচ্চ শিক্ষিত, তাদের উল্লেখযোগ্য অংশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী।

২২) বেশিরভাগ বাংলাদেশী স্টার্টআপের জন্য বিনিয়োগ যোগাড় করা একটি বড় চ্যালেঞ্জ। তাদের মাঝে অনেকেই ব্যক্তিগত সঞ্চয়, বন্ধু এবং পরিবারের কাছ থেকে ঋণ এবং অল্প পরিমাণ সিঁদ ফান্ডীঙ্গের উপর নির্ভর করে।

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৩ রাত ১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শখকে পেশায় রুপান্তর করার ইচ্ছায় প্রায় তিন বছর সময় এবং অর্থ বিনিয়োগ করেও ব্যর্থ হয়ে সেই চেষ্টায় ক্ষ্যান্ত দিয়েছি। :(

০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার মনে হয় সঠিক পরিকল্পনা, একজন মেন্টরের সহায়তা, পরিমাণ মতো বিনিয়োগ করলে ফলাফল পাওয়া যায়।

শুভেচ্ছা।

২| ০৫ ই মে, ২০২৩ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে ভেবে পরে সেটাকে বাস্তবায়ন করতে পারিনি্

কিন্তু পরে দেখেছি সব কটি প্রযেক্টই খুবই ভালো আইডিয়া ছিলো। :(

চাকুরীর পাশা পাশি ব্যাবসা শুরু করা, পুজি না থাকা, ব্যাবসাতে সময় দেবার মতন একজন বুদ্ধিমান/বিস্সস্ত মানুষ না পাওয়া, পরিবারের সমর্থন না পাওয়া। :(

০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার মনে হয়, এগিয়ে যাওয়ার সাহসটা অনেক বড় ব্যাপার।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ৭. মাত্র ৫০ ঘন্টা?
১৪. হা হা হা.... রিস্ক নিতে চায় না কেউ, কেউ বেকার ছেলেকে বিয়ে করতে চায় না; কিন্তু ছেলেরা নির্দিধায় বেকার (চাকরীর দিক থেকে হোক আর অন্য দিক থেকে হোক) মেয়েকে বিয়ে করে নেয়
১৯. কিন্তু বাংলাদেশের বেশীরভাগ স্টার্টআপের মালিকের এটাই ধারণাতে থাকে না যে তারও বেতন থাকা উচিৎ।
২২. এদেরকে আমরা থ্রি এফ (3 F) বলে ডাকিঃ Family, Friends & Fools

০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি বলেছেন- "এদেরকে আমরা থ্রি এফ (3 F) বলে ডাকিঃ Family, Friends & Fools"

এই 'আমরা'-টা কারা?

ধন্যবাদ।

৪| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব লিখেছেন।

আমি বিসিক থেকে একটা কোর্স করেছিলাম। ফলাফল শূণ্য।

০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কোর্স করে অনেক সময় ফল পাওয়া যায় না।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৫ ই মে, ২০২৩ রাত ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:



উদ্যোক্তার পথে সফলতার হার কত ভাগ হতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.